পুজোর মুখে মেদিনীপুর শহরের ১২৩৮ জন মানুষের জীবনে এল খুশির জোয়ার!

পশ্চিম মেদিনীপুর, সেখ ওয়ারেশ আলী: পুজোর মুখে মেদিনীপুর শহরের ১২৩৮ জন মানুষের জীবনে এল খুশির জোয়ার। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ঘর পেলেন তাঁরা। মেদিনীপুর পৌরসভার উদ্যোগে ‘হাউস ফর অল’ প্রকল্পের অধীনে নির্মিত বাড়ির চাবি বুধবার আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয় উপভোক্তাদের হাতে। শহরের নানা প্রান্তে বছরের পর বছর অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে ছিল এই আবাসন প্রকল্প। সেই সমস্যা নিয়ে বারবার প্রশ্ন উঠেছিল। সংবাদমাধ্যমে খবর প্রকাশের পর উদ্যোগী হয় পৌরসভা, এবং শেষ পর্যন্ত নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ করে। পৌরসভা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ১২৩৮ জন উপভোক্তাকে বাড়ির চাবি তুলে দেন পৌরপ্রধান সৌমেন খান। বক্তব্য রাখতে গিয়ে তিনি সরকারি আবাসন যোজনায় বঞ্চনার অভিযোগ তুললেও, এদিনের আসল আনন্দ ছিল সাধারণ মানুষের মুখে। রাজনৈতিক তরজা যাই থাকুক, পুজোর আগে নতুন বাড়ির স্বপ্ন পূরণ হওয়ায় খুশিতে ভরে উঠলেন উপভোক্তারা। দীর্ঘদিনের দুঃশ্চিন্তার অবসান ঘটিয়ে অবশেষে নিজেদের আশ্রয়ে পা রাখার আনন্দে ভাসলেন তাঁরা।