খড়গপুরে দু'নম্বর ব্লকে বালি পাচারের অভিযোগে আটক ১১টি ট্রাক্টর!

খড়গপুর অভিষেক রায় : কাঁসাই নদী থেকে বালি পাচারের অভিযোগে ১১ টি ট্রাক্টরকে আটক করে বিক্ষোভ দেখালেন ক্ষুব্ধ গ্রামবাসীরা । খবর দেওয়ার পাঁচ ঘন্টা বাদে খড়গপুর ২ নম্বর ব্লকের বিডিও ও মহকুমা ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক ঘটনাস্থলে পৌঁছলে গ্রামবাসীরা তাদের ঘিরেও বিক্ষোভ দেখান। ভূমি দপ্তর ১১ টি বালি ভর্তি ট্রাক্টর বাজেয়াপ্ত করে।

0:00
/3:31

বুধবার সকাল ১১ টা নাগাদ খড়গপুর ২ নম্বর ব্লকের কালিয়াড়া এক নম্বর অঞ্চলের চৌপেনা গ্রামে বালি ভর্তি ১১ টি ট্রাক্টর ঘিরে আটকে বিক্ষোভ শুরু করেন ক্ষুব্ধ গ্রামবাসীরা । তাদের বক্তব্য , নদী থেকে অবৈধভাবে বালি তুলে অত্যন্ত ব্যস্ত এই রাস্তা দিয়ে পাচার করা হচ্ছে। অনেক ট্রাক্টর চালক বালি পরিবহনের ক্যারিং অর্ডারও দেখাতে পারেননি। প্রায় পাঁচ ঘন্টা অবরোধ চলার পরে ঘটনাস্থলে পৌঁছন খড়গপুর দু নম্বর ব্লকের বিডিও সুব্রত ঘোষ এবং মহাকুমা ভূমি সংস্কার আধিকারিক শান্তনু সরকার। গ্রামবাসীরা তাদের ঘিরেও বিক্ষোভ দেখান।

জানা যায় কাঁসাই নদীর অপর পাড়ে মেদিনীপুর সদর ব্লকের রঘুনাথপুরে একটি খাদান রয়েছে। নদীর অন্য পাড়ে কালিয়াড়া ২ নম্বর অঞ্চলের মেউদিপুরে একটি অবৈধ বালি খাদান চলে । ট্রাক্টর গুলি খাদান থেকে বালি তুলে নিয়ে যাচ্ছিল। অনেক ট্রাক্টরের কাছে ক্যারিং অর্ডারও ছিল না ।

মহকুমা ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক শান্তনু সরকার বলেন, অভিযোগ পেয়েছি । খড়গপুর ২ নম্বর ব্লকে কোন বৈধ বালিখাদান নেই। সদর ব্লকে যে বৈধ খাদানটি রয়েছে, তার মাইনিং ম্যাপ খতিয়ে দেখতে হবে। সেই ম্যাপে এই রাস্তাটি দিয়ে বালি পরিবহনের উল্লেখ করা হয়েছে কিনা তা দেখতে হবে। তিনি বলেন , আপাতত আমরা ট্রাক্টর গুলি বাজেয়াপ্ত করছি এবং আমাদের হেফাজতে রাখছি।