খড়গপুর শহরে এক ঐতিহ্যমন্ডিত অনুষ্ঠান ‘রাবণ দহন’ বা ‘রাবণ বধ’!
পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : মেদিনীপুর জেলার খড়গপুর শহরে এক ঐতিহ্যমন্ডিত অনুষ্ঠান ‘রাবণ দহন’ বা ‘রাবণ বধ’। রেল শহর খড়গপুরের ১৮নং ওয়ার্ডের রাবণ পোড়া ময়দানে (নিউ সেটেলমেন্ট) গত ৯৯ বছর ধরে বিজয়া দশমীর সন্ধ্যায় এই অনুষ্ঠান আয়োজিত হয়। অশুভ শক্তির অবসান বা অধর্মের বিনাশ সূচক এই অনুষ্ঠান উপভোগ করতে জেলা তথা জেলার বাইরের হাজার হাজার মানুষ উপস্থিত হন রেল শহর খড়গপুরের রাবণ পোড়া মাঠে। খড়গপুর পৌরসভা, পুলিশ ও প্রশাসনের সহযোগিতায় এবং দশেরা কমিটির উদ্যোগে এবারও এই ‘রাবণ দহন অনুষ্ঠান আয়োজিত করা হয়েছে। শনিবার সন্ধ্যায় রিমোট কন্ট্রোলের মাধ্যমে জ্বলন্ত তীর ছুঁড়ে রাবণের দেহ অগ্নি সংযোগ করেন জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার। এই দিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ জুন মালিয়া, খড়গপুর গ্রামীন বিধায়ক দীনেন রায়, তৃণমূল জেলা সভাপতি সুজয় হাজরা, খড়গপুর পৌরসভার পৌরপ্রধান কল্যাণী ঘোষ, বিক্রম প্রধান, পরেশ মুর্মু, দশেরা কমিটির সভাপতি প্রদীপ সরকার,রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক সন্দীপ সিংহ,অসিত পাল প্রমুখ। জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার বলেন শততম ওর চেয়ে এই রাবণ দেহ অনুষ্ঠান উপভোগ করার জন্য ও সংখায় দর্শনাথীক রেকর্ড ভিড় করেছিলেন। তবে শান্তিপূর্ণভাবে এই অনুষ্ঠান সম্পন্ন হয়েছে বলে জানান। জেলা পুলিশের তরফ থেকে নিরাপত্তার জন্য ট্রাফিক ও পার্কিংয়ের ক্ষেত্রে কোন খামতি রাখা হয়নি। পাশাপাশি জেলাবাসিকে বিজয়ার শুভেচ্ছা জানানোর সঙ্গে মিনি ইন্ডিয়া খরগোপুর এর এই সংস্কৃতি এবং ঐতিহ্য আগামী দিনেও অক্ষুন্ন রাখার আহ্বান জানান পুলিশ সুপার।