১৪ দিনের জেল মেদিনীপুরের সুপরিচিত চিকিৎসক ডাঃকাঞ্চন ধাড়া!

পশ্চিম মেদিনীপুর নিজস্ব প্রতিবেদন : ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগে গ্রেপ্তার হলেন মেদিনীপুরের সুপরিচিত চিকিৎসক ডাঃকাঞ্চন ধাড়া। বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁর অন্তর্বর্তী জামিনের নির্দেশ বাতিল করে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে মেদিনীপুর জজকোর্টের আদালত। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য জেলা শহরে।ঘটনাটি চলতি বছরের সেপ্টেম্বর মাসের। গড়বেতার কেয়া মাইতি, মা দিপালী খামরুই গত সেপ্টেম্বর মাসে জোরায়ুর অপারেশনের জন্য ভর্তি হয়েছিলেন মেদিনীপুর শহরের একটি নার্সিংহোমে আর তারপরে সেখানেই তার মৃত্যু হয়। ভুল চিকিৎসার অভিযোগ উঠেছিল যে চিকিৎসক, দিপালী খমরুইয়ের চিকিৎসা করে ছিলেন সেই ডাঃ কাঞ্চন ধাড়ার বিরুদ্ধে । আর তারপরেই একটি লিখিত অভিযোগের মাধ্যমে কেস যায় কোর্টে। গত তিন মাস পরেই বুধবার মেদিনীপুর জর্জকোর্ট থেকে জামিন পেয়েছেন ডাঃ কাঞ্চন ধাড়া।এমনকি সাংবাদিকদের সামনে রোগিণীর পরিবারের অভিযোগ কার্যত স্বীকার করে নেয় নার্সিংহোম কর্তৃপক্ষ। কিন্তু বৃহস্পতিবারই সেই নির্দেশ খারিজ করে অভিযুক্ত চিকিৎসকের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে মেদিনীপুর আদালত। আলাদতে সওয়াল-জবাব চলাকালীন হাতে পোস্টার নিয়ে আদালর চত্ত্বরে ধর্ণায় বসেছিলেন মৃতার মেয়ে কেয়া মাইতি।আদালতের নির্দেশে আনন্দ প্রকাশ করেছেন তিনি।