Black-Friday:ভারতের ইতিহাসে একটি অন্ধকার দিন -১৪ই ফেব্রুয়ারি !
নিজস্ব সংবাদদাতা : ১৪ ফেব্রুয়ারি বিশ্বজুড়ে ভালবাসা দিবস বা ভ্যালেন্টাইন্স ডে হিসেবে উদযাপিত হলেও, ভারতের জন্য ১৪ই ফেব্রুয়ারি ব্ল্যাক ফ্রাইডে এক গভীর শোক ও শ্রদ্ধার প্রতীক। ১৪ই ফেব্রুয়ারি, ২০১৯ তারিখে, ভারতের পুলওয়ামায় এক ভয়াবহ সন্ত্রাসী হামলা হয়। যেখানে জৈশ-ই-মোহাম্মদ (জেইএম) এর সাথে যুক্ত এক আত্মঘাতী বোমা হামলাকারী সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) সদস্যদের একটি কনভয়কে লক্ষ্য করে। আদিল আহমেদ দার নামে পরিচিত ওই বোমা হামলাকারী জম্মু-কাশ্মীর জাতীয় মহাসড়কে একটি বাসে বিস্ফোরক বোঝাই গাড়িটি ধাক্কা দেয়, যার ফলে কমপক্ষে ৪০ জন সিআরপিএফ সদস্য নিহত হন। স্থানীয় সময় বিকেল ৩:১৫ টার দিকে জম্মু থেকে শ্রীনগরের দিকে যাওয়ার সময় এই হামলাটি ঘটে, যার ফলে দেশ স্থবির হয়ে পড়ে। আজকের দিনে সেই শহিদদের স্মরণ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডেলে লেখেন, '২০১৯ সালে পুলওয়ামায় যে সাহসী বীরদের হারিয়েছি, তাঁদের প্রতি শ্রদ্ধা। তাঁদের আত্মত্যাগ এবং জাতির প্রতি তাঁদের অটল নিবেদন আগামী প্রজন্ম কখনও ভুলবে না।