বিহারে ১৫ দিনে ভেঙে পড়ল ৭টি সেতু , নির্মীয়মান সেতু ভেঙে পড়ায় প্রশ্ন উঠতে শুরু করেছে দুর্নীতির!
১৫ দিনের মধ্যে এই নিয়ে বিহারে সপ্তম সেতু ভেঙে পড়ার ঘটনা ঘটল।বলা যায়,বৃষ্টি পড়ার থেকেও বেশি সেতু ভেঙে পড়ছে বিহারে। সিওয়ান জেলার গন্ডাকি নদীর উপর আজ বুধবার (৩ জুন) ভোর ৫টা নাগাদ ভেঙে পড়ল আরও একটা সেতু। সেতুটি ভেঙে পড়ায় বেশ কয়েকটি গ্রামগুলির সঙ্গে যাতায়াত বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। এই ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। জেলার ডেপুটি ডেভেলপমেন্ট কমিশনার মুকেশ কুমার জানিয়েছেন, সেতুটি কেন ভেঙে পড়ল, তার তদন্ত করা হচ্ছে। ব্লকের ঊর্ধ্বতন কর্মকর্তারা ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছেন। জানা গিয়েছে, এদিন প্রাথমিক তথ্য অনুযায়ী, ১৯৮২-৮৩ সালে সেতুটি তৈরি করা হয়েছিল। গত কয়েকদিন ধরে সেতুটিতে মেরামতির কাজ চলছিল বলে দাবি করেছে প্রশাসন। তার মধ্যেই সেতুটি ভেঙে পড়ল। আশপাশের গ্রামবাসীরা জানিয়েছেন, গত কয়েকদিন ধরে ওই এলাকায় ভারী বৃষ্টিপাত হচ্ছিল। যার জেরে গণ্ডকী নদীর জল বেড়েছে অনেকটা। যদিও বিহার সরকার চাপের মুখে, এই ঘটনাগুলির তদন্ত করার জন্য একটি উচ্চ-পর্যায়ের কমিটি গঠন করেছে। তবে, বিহারে সেতু ভেঙে পড়া যেন এক বিপজ্জনক প্রবণতায় পরিণত হয়েছে। জন মানষে যার প্রভাব পড়তে শুরু করেছে। মাত্র ১১ দিন আগেই সিওয়ান জেলাতেই ভেঙে পড়েছিল আরেকটি সেতু। এমনকি দুর্নীতির প্রশ্ন উঠতে শুরু করেছে একাধিক নির্মীয়মান সেতু ভেঙে পড়ায়।