গঙ্গায় ইলিশ ধরতে গিয়ে নিখোঁজ ১৬ জন মৎস্যজীবী!
নিজস্ব সংবাদদাতা : ধেয়ে আসছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় 'ডানা'। ঘূর্ণিঝড়ের দাপটে চলতি সপ্তাহে বাংলা ও ওড়িশায় ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। এমনকি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঘূর্ণিঝড় 'ডানা'র প্রভাবে শুরু হয়েছে ঝড়বৃষ্টি। এরই মাঝে বুধবার বিকেলে ডিঙিতে চেপে গঙ্গায় ইলিশ ধরতে বেরিয়েছিলেন কয়েক জন মৎস্যজীবী। সন্ধ্যার মুখে সমশেরগঞ্জে দুটি ডিঙি নৌকা এবং ফরাক্কার অর্জুনপুর গঙ্গা ঘাটে আরও একটি ডিঙি নৌকা ডুবে যায়। স্থানীয়দের দাবি,গঙ্গায় তলিয়ে যান দুই ব্লকের প্রায় ২০ জন মৎস্যজীবী। স্থানীয়েরা নদীতে ঝাঁপ দিয়ে কয়েক জনকে উদ্ধার করে তীরে তুলে এনেছেন। ভর্তি করানো হয়েছে অনুপনগর হাসপাতালে। নিখোঁজ হয়েছেন প্রায় ১৬ জন মৎস্যজীবী। ঘটনাটির খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী।