আবৃত্তি'র আলো'র প্রথম বার্ষিক বাচিক সন্ধ্যা!

পশ্চিম মেদিনীপুর নিজস্ব সংবাদদাতা : মেদিনীপুর শহরের অন্যতম আবৃত্তি ও শ্রুতিনাটক প্রশিক্ষণ সংস্থা 'আবৃত্তির আলো'-র প্রথম বার্ষিক বাচিক সন্ধ্যা 'জ্বালাও প্রাণে মঙ্গলদীপ' অনুষ্ঠিত হলো মেদিনীপুর শহরের ফিল্ম সোসাইটি হলে। অনুষ্ঠানে উপস্থিত সবাইকে স্বাগত জানান সংস্থার অধ্যক্ষা বিশিষ্ট বাচিক শিল্পী মিতা সেনগুপ্ত। অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, দূরদর্শনের প্রাক্তন অধিকর্তা তপন রায় প্রধান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী জয়ন্ত সাহা, বর্ষীয়ান বাচিক শিল্পী দম্পতি অমিয় পাল ও মালবিকা পাল, সাহিত্যিক বিদ্যুৎ পাল,রবীন্দ্র স্মৃতি সমিতির সাধারণ সম্পাদক লক্ষণ চন্দ্র ওঝা প্রমুখ। অতিথি বাচিক শিল্পী হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট বাচিক শিল্পী নরেশ নন্দী, শাশ্বতী গুহ, দেবাশীষ চক্রবর্তী,স্বরূপ গোস্বামী,মোম চক্রবর্তী, সুস্মিতা পড়িয়া দাস, চিত্তরঞ্জন দাস, অনিমেষ হাম্বির প্রমুখ। গোটা অনুষ্ঠানের আবহ পরিচালনা করেন শুভ সেনগুপ্ত। অতিথি শিল্পীরা ও আবৃত্তির আলোর শিক্ষার্থীরা নানা আঙ্গিকের আবৃত্তি ও শ্রুতি নাটক উপস্থাপনের মধ্য দিয়ে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা উপহার দেন। অনুষ্ঠান দেখতে উপস্থিত ছিলেন মেদিনীপুরের সংস্কৃতি ক্ষেত্রের বিশিষ্ট জনেরা। গোটা অনুষ্ঠানটি সুচারুভাবে সঞ্চালনা করেন বিশিষ্ট বাচিক শিল্পী আগমনী কর মিশ্র। অনুষ্ঠানটি সুষ্ঠু ভাবে সম্পন্ন হওয়ায় উপস্থিত সকলকে ধন্যবাদ জানান সংস্থার অধ্যক্ষা মিতা সেনগুপ্ত।