চুলের মুঠি ধরে ২ বিক্ষোভকারীর মারধর সাংসদদের!

নিজস্ব প্রতিবেদন : বুধবার দুপুরে সংসদে আচমকা দুই যুবক লাফ দিয়ে পড়েছিলেন। পুলিশ জানিয়েছে, ওই দু’জনের নাম সাগর শর্মা এবং মনোরঞ্জন ডি। বিজেপি সাংসদ প্রতাপ সিমহার অতিথি হিসাবে প্রবেশ করেন সাগররা। দুই যুবকের সঙ্গে ছিলেন আরও দু’জন। এক মহিলা এবং এক যুবক। তাঁরা সংসদের নতুন ভবনের সামনে ‘তানাশাহি নেহি চলেগা’ বলে স্লোগান দিচ্ছিলেন। পুলিশ জানিয়েছে, ওই দু’জনের নাম আনমল এবং নীলম।বুধবারের ঘটনায় নিরাপত্তায় গাফিলতির অভিযোগ তুলেছেন বিরোধীরা। এখনও পর্যন্ত যে তথ্য মিলছে, তাতে জানা যাচ্ছে, ওই দুই ব্যক্তির সঙ্গে ছিল ‘স্মোক গ্রেনেড’। বস্তুত, বুধবারই সংসদে হামলার ২২ বছর পূর্তি। ওই দিনই এই হামলার ফলে দুইয়ের মধ্যে কোনও যোগ আছে কি না তা নিয়ে প্রশ্ন উঠছে। যদিও বুধবার ওই অনুপ্রবেশকারীরা হিংসার আশ্রয় নেননি। তাঁদের গ্রেফতারির পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে পুলিশ যে তথ্য পেয়েছে, সেখান থেকে এটা স্পষ্ট যে চার জনই পরস্পরের পূর্বপরিচিত। তবে তাঁদের পরিচয় হয় সমাজমাধ্যমে।অন্য দিনের মতো বুধবার যথাসময়ে বসে লোকসভার শীতকালীন অধিবেশন। দুপুর প্রায় ১টা। তখন সভায় বক্তব্য পেশ করছিলেন বিজেপি সাংসদ খগেন মুর্মু। সেই সময় গ্যালারি থেকে ২ যুবক অধিবেশন কক্ষে ঝাঁপ দেয়। এরপর তাদের সঙ্গে থাকা ক্যান থেকে হলুদ ধোঁয়ার গ্যাস বের করতে থাকে।কিন্তু লোকসভা অধিবেশন চলাকালীন দুই আগন্তুকের তাণ্ডব মোদী সরকারের উপর চাপ বাড়ল বলে মনেই করছে ওয়াকিবহাল মহল। অধিবেশনের বাকি দিনগুলিতে এ নিয়ে বিরোধীরা যে সোচ্চার হবেন, তার মিলেছে ইঙ্গিত।