ভারতে বিশ্বকাপে অংশ নিতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দলের দুই খেলোয়াড় শ্লীলতাহানির শিকার, ইন্দোরে গ্রেফতার অভিযুক্ত!
নিজস্ব সংবাদদাতা : আন্তর্জাতিক মহিলা বিশ্বকাপে অংশ নিতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দলের দুই খেলোয়াড় শ্লীলতাহানির শিকার হয়েছেন। ঘটনা ঘটেছে,দুই দিন আগে, ২৩ অক্টোবর মধ্যপ্রদেশের ইন্দোরে যে হোটেলে অস্ট্রেলিয়া মহিলা ক্রিকেট টিম থাকছে সেখান থেকেই স্থানীয় সময় সকাল ১১টার দিকে তারা হোটেল থেকে বের হয়ে নিকটবর্তী একটি ক্যাফেতে যাচ্ছিলেন। বাইকে চেপে এক ব্যক্তি প্রকাশ্য রাস্তায় দিনে-দুপুরে ওই দুই মহিলা ক্রিকেটারকে হেনস্থা করে। অভিযোগে বলা হয়েছে, এক যুবক বাইকে চেপে তাদের পিছু নেয় এবং খেলোয়াড়দের শরীরে হাত দেয়। পরিস্থিতি বিপদ বুঝে মোবাইলে খেলোয়াড়রা মেসেজ পাঠায়। সঙ্গে সঙ্গে টিমের নিরাপত্তার দায়িত্বে থাকা সিকিউরিটি অফিসার গাড়ি পাঠান। বৃহস্পতিবার রাতে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করে অস্ট্রেলিয়ার সিকিউরিটি ম্যানেজার। অ্যাসিস্টেন্ট পুলিশ কমিশনার হিমানী মিশ্রা দুই খেলোয়াড়ের সঙ্গে দেখা করেন এবং তাদের বয়ান রেকর্ড করেন। এর ভিত্তিতে এফআইআর দায়ের করা হয়। ভারতীয় ন্যায় সংহিতার ৭৪ ও ৭৮ ধারায় অভিযোগ দায়ের করা হয়। সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তকে চিহ্নিত করে পুলিশ। গ্রেফতার করা হয় অভিযুক্তকে। জানা গিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে আগেও ক্রিমিনাল রেকর্ড রয়েছে।আজ, ২৫ অক্টোবর পুলিশের তরফেই প্রথম বিষয়টি সামনে আনা হয়।
অন্যদিকে, এই ঘটনার তীব্র নিন্দা করে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, “বিজেপির ডবল ইঞ্জিন সরকারের অধীনে নারী নির্যাতন, ধর্ষণ, অত্যাচার সীমাহীন পর্যায়ে পৌঁছেছে। এবার মধ্যপ্রদেশে যে ঘটনা ঘটল, তাতে সারা বিশ্বের কাছে ভারতের মাথা হেঁট করে দিল। ইন্দোরে মহিলা বিশ্বকাপে খেলতে আসা অস্ট্রেলিয়া টিমের দুই সদস্যকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ উঠল। ভাবা যায়! তিনি আরও বলেন, “সরকারকে উচিত ছিল পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা, বিশেষ করে আন্তর্জাতিক স্তরের খেলোয়াড়দের জন্য। এমন ঘটনা শুধু দেশের সুনাম ক্ষুণ্ণ করছে না, পাশাপাশি আন্তর্জাতিক সম্পর্ককেও প্রভাবিত করছে।”