২০ বছর আগের স্মৃতি ফিরল, রেকর্ড ষষ্ঠ বার চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া!

নিজস্ব প্রতিবেদন : দুরন্ত জয় ছিনিয়ে নিল অস্ট্রেলিয়া। রেকর্ড ষষ্ঠ বার চ্যাম্পিয়ন হল প্য়াট কামিন্সরা। এদিন ম্যাচ জেতার মতোই খেলেছে অস্ট্রেলিয়া। বলে, ব্যাটে, ফিল্ডিংয়ে দুরন্ত পারফরম্যান্স অস্ট্রেলিয়ার। ভারতের মধ্যে বরং সেই আগ্রাসী মনোভাব ছিল না। তাদের গাছাড়া বলে মনে হয়েছে। ব্যাটিংয়ে ব্যর্থ, বোলিংয়ে ব্যর্থ, সঙ্গে ফিল্ডিংয়েও। অজিদের জেতার খিদেটা তাদের বডিল্যাঙ্গোয়েজে ছিল। ভারতের মধ্যে কিন্তু সেটা দেখা যায়নি। এতে যা ঘটার তাই ঘটল। ৪৩ ওভারের শেষ বলে ম্যাক্সওয়েল এসে বাকি ২ রান নেন। চ্যাম্পিয়ন হয়ে যায় অস্ট্রেলিয়া। ১১০ বলে ৫৮ করে অপরাজিত থাকেন ল্যাবুশেন। ৪২ বল বাকি থাকতে ৬ উইকেটে ম্যাচ জিতে নেয় অস্ট্রেলিয়া।ফের ২০০৩ সালের পুনরাবৃত্তি ঘটল। টিম বদলেছে, পরিস্থিতি বদলেছে। বদলাাল না শুধু ফলটুকু। ২০ বছর আগের বদলা নেওয়া হল না রোহিতদের। বরং তাদের যন্ত্রণা আরও বাড়ল। ১০ বছর ধরে আইসিসি ট্রফি জয়ের খরা কাটল না। ১২ বছর পর বিশ্বকাপেও জয়ের স্বপ্নও ভেঙে চুরমার হল ১৪০ কোটির দেশের। আমদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারত হেরেই গেল। দশে ১০ করে ফাইনালে উঠলেও, আসল ১১ নম্বর ম্যাচটিতেই পা হড়কাল রোহিত বাহিনী। এবারের বিশ্বকাপে একটি মাত্র ম্যাচে হারল ভারত। আর সেটা ফাইনাল। এর চেয়ে বড় যন্ত্রণা ভারতের কাছে আর কী হতে পারে। ভারত তো এদিন চ্যাম্পিয়ন হওয়ার মতো খেলেওনি। ভারতের গায়ের চোকার্স তকমাটা যেন এবার আরও গভীর হল।