২০ বছর পর ফের বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া!
নিজস্ব প্রতিবেদন : ২০ বছর পর বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি ভারত এবং অস্ট্রেলিয়া। গুজরাতের আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামের বাইরে সাজো সাজো রব। রবিবার ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচ চলাকালীন থাকবে বিশিষ্ট তারকাদের পারফরম্যান্সও।২০০৩ সালে সৌরভ গাঙ্গুলির নেতৃত্বে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনালে হারতে হয়েছিল ভারতীয় টিমকে। ২০ বছর পর ভারতীয় দলের কাছে প্রতিশোধ নেওয়ার সুযোগ এসেছে। তবে ম্যাচের গতিপ্রকৃতি অনেকটা নির্ভর করে ম্যাচের আম্পায়ারিং-র ওপর। এবার ফাইনাল পরিচালনার দায়িত্ব পেয়েছেন রিচার্ড ইলিংওর্থ এবং রিচার্ড কেটলবরো। দুই আম্পয়ারই ইংল্যান্ডের। এর মধ্যে ইলিংওর্থ ভারত বনাম নিউজিল্যান্ডের সেমিফাইনালের দায়িত্বে ছিলেন। কেটলবরো ছিলেন অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচের দায়িত্বে। যথেষ্ট দক্ষতার সাথেই দুটি ম্যাচ সম্পূর্ণ করেছিলেন তাঁরা। তৃতীয় আম্পায়ারের দায়িত্ব সামলাবেন জোয়েল উইলসন। ক্রিস গ্যাফানিকে চতুর্থ আম্পায়ার করা হয়েছে।দুপুর ১টা ৩৫ মিনিটে ‘সূর্যকিরণ এয়ার শো’ শুরু হবে। দুপুর ১টা ৫০ মিনিটে ভারতীয় বিমানবাহিনীর এই বিশেষ ‘এয়ার শো’ শেষ হয়ে যাবে।প্রথম ইনিংসের পর নরেন্দ্র মোদী স্টেডিয়ামের মঞ্চে রয়েছে একের পর এক নজরকাড়া পারফরম্যান্স। মঞ্চে গান গাইতে দেখা যেতে পারে সুরকার তথা গায়ক প্রীতম চক্রবর্তীকে।প্রীতমের পাশাপাশি বিশ্বকাপ ফাইনালের মঞ্চে পারফর্ম করতে দেখা যাবে সঙ্গীতশিল্পী জোনিতা গান্ধীকে।সুরকার এআর রহমানের সহকারী হিসাবে ‘রকস্টার’, ‘দিল্লি ৬’, ‘হাইওয়ে’র মতো একাধিক হিন্দি ছবিতে কাজ করেছেন নাকাশ আজ়িজ়। তা ছাড়াও ‘আয়েশা’, ‘ককটেল’, ‘ফাটা পোস্টার নিকলা হিরো’, ‘বজরঙ্গি ভাইজান’, ‘ফ্যান’, ‘সঞ্জু’, ‘মেরি প্যায়ারি বিন্দু’, ‘তামাশা’, ‘ড্রিম গার্ল’, ‘বাধাই দো’, ‘সার্কাস’-এর মতো একাধিক হিন্দি ছবিতে গান গেয়েছেন নাকাশ।