পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাবে না ভারতীয় দল!

নিজস্ব সংবাদদাতা : পাকিস্তানের মাটিতে ইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ খেলতে যেতে নারাজ টিম ইন্ডিয়া। ভারতীয় দলের জন্য বিকল্প ভেন্যুর ব্যবস্থা করার দাবি জানাল বিসিসিআই। বোর্ড সূত্রের খবর আইসিসিকে জানিয়ে দেওয়া হয়েছে, ভারতের ম্যাচ আয়োজনের জন্য বিকল্প ভেন্যু হিসাবে দুবাই বা শ্রীলঙ্কার কথা ভাবা হোক। পাকিস্তানের মাটিতে আয়োজিত হচ্ছে 'মিনি বিশ্বকাপ'। আয়োজক পাকিস্তান ক্রিকেট বোর্ড ইতিমধ্যেই টুর্নামেন্টের খসড়া সূচি তৈরি করে ফেলেছে। ভারতীয় দল পাকিস্তানে খেলতে যাবে, এমনটা ধরে নিয়েই সূচি তৈরি করেছে পিসিবি। নিরাপত্তার কারণে একটি মাত্র মাঠেই ভারতের ম্যাচ আয়োজন করার কথা ভাবা হচ্ছে। লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে সব ম্যাচ খেলার কথা মেন ইন ব্লু'র। কিন্তু ভারত আদৌ পাকিস্তানে যাবে কিনা, সেটা নিয়ে সন্দেহ । যদিও এই প্রথম নয়, এর আগে এশিয়া কাপ খেলতেও পাকিস্তানে যায়নি ভারতীয় দল ৷ নিরাপত্তার কথা মাথায় রেখে ভারতীয় দলকে পাকিস্তানে গিয়ে খেলার অনুমতি দেয়নি কেন্দ্রীয় সরকার ৷