কে দেখবে মাধ্যমিক-উচ্চ মাধ্যমিকের খাতা?

নিজস্ব সংবাদদাতা :  শেষ হয়েছে ২০২৫-র মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এরই মধ্যে, গত বৃহস্পতিবার শীর্ষ আদালত চাকরি বাতিল করল ২৫ হাজার ৭৫২ জনের। সুপ্রিম নির্দেশে বহু শিক্ষকের চাকরি বাতিল হওয়ায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল বেরোনোর সময় কি পিছিয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে। কারণ, যে সকল শিক্ষকদের চাকরি বাতিল হয়েছে, তাঁদের মধ্যে বহু শিক্ষকের কাছে উচ্চ মাধ্যমিকের খাতা গিয়েছে। তাঁরা কি আদৌ খাতা দেখতে পারবেন? যা নিয়ে কার্যত উঠছে প্রশ্ন।এ বিষয়ে অনেকে আবার বলেছেন, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার যে সমস্ত খাতা দেখেছি, সেই সব খাতার মূল্যায়ন অবিলম্বে বাতিল করা হোক। এছাড়াও কয়েকজন বলেছেন, ‘এতগুলো বছর শিক্ষকতা করার পরে প্রমাণিত হল, আমরা অযোগ্য। তাহলে অযোগ্যদের দেখা খাতার মূল্যায়ন নিশ্চয়ই যথাযথ মূল্যায়ন হবে না!  এই অবস্থায় শিক্ষক ও শিক্ষাকর্মী বাড়ন্ত হলে সব কাজ ঠিকঠাক সময়মতো করে ওঠা যাবে কিনা তা নিয়ে দুশ্চিন্তায় বিভিন্ন স্কুল কর্তৃপক্ষ।  ইতিমধ্যে ৬০-৬৫ শতাংশ খাতা দেখা হয়ে গিয়েছে। পর্ষদে জমাও পড়েছে। এর মধ্যে চাকরি বাতিল হওয়ায় সময়ের মধ্যে কীভাবে খাতা দেখা শেষ হবে, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। এই আশঙ্কার মাঝেই স্কুল সার্ভিস কমিশনের তরফে জেলাগুলি থেকে রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে।