রাত পোহালেই একুশে জুলাই,ধর্মতলায় দাঁড়িয়ে আন্তরিক আহ্বান দলীয় শীর্ষ নেত্রী মমতার!
নিজস্ব প্রতিবেদন: রাত পোহালেই একুশে জুলাই "শহিদ দিবস" সমাবেশ। ধর্মতলা চত্বর কার্যত জনসমুদ্রে পরিণত হয়। সর্বস্তরের তৃণমূল কর্মীদের কাছে আবেগ। সেই আবেগ থেকেই সমস্ত প্রতিকূলতা উপেক্ষা করে ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে শহিদ তর্পণের আয়োজন করে থাকে রাজ্যের শাসকদল তৃণমূল। ঝড় ঝাপটা উপেক্ষা করে দূরদূরান্ত থেকে দলের সমর্থকেরা হাজির হন। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। তার আগে এদিন ধর্মতলায় সভাস্থল পরিদর্শনে আসেন দলীয় শীর্ষ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন সুব্রত বক্সী, ফিরহাদ হাকিম, শোভনদেব চট্টোপাধ্যায়, অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্যরা। শহিদ দিবস উদযাপনের প্রস্তুতি খতিয়ে দেখতে গিয়ে সভাস্থল পরিদর্শনে এসে সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,“বাংলায় আগে মানুষ ভোট দিতে পারতেন না। কলকাতা, গ্রাম সব জায়গায় মানুষকে তালা দিয়ে রাখা হত। আমাদের আন্দোলন শুরু হয়েছিল। ওরা গুলি চালালে ১৩ জন মারা যান। ১৫০ আহত হয়েছিলেন।” ১৯৯৩ সালের এই রক্তাক্ত দিনের ইতিহাস স্মরণ করে সকলের উদ্দেশে তাঁর আহ্বান – ”সবাইকে আহ্বান জানাচ্ছি ঝড়-জল হলেও আসবেন, বর্ষা হলেও আসবেন। কাল বৃষ্টি হবেই। আমরাও আসি। সবার কাছে আহ্বান রইল। শান্তিপূর্ণভাবে আসবেন, ফিরবেন।” নেত্রীর আরও সংযোজন, ”২১ জুলাইয়ের অনুষ্ঠান চিরকাল চলবে। চিরকাল আপনারা আসেন, আসবেন।”