২২ অগস্ট ৫ ভাদ্র থেকে শুরু কৌশিকী অমাবস্যা!
নিজস্ব সংবাদদাতা : রাত পোশালেই কৌশিকী অমাবস্যা । কৌশিকী অমাবস্যার পবিত্র তিথিতে অশুভ শক্তির বিনাশ ঘটে বলেই বিশ্বাস করা হয় । তন্ত্রসাধনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের কাছে এই দিনটির বিশেষ মাহাত্ম্য রয়েছে বলে জানা যায় । দেবী পার্বতী অশুভ শক্তি বিনাশের উদ্দেশ্যে নিজের দেহকোষ থেকে ভয়ঙ্কর এক দেবীর সৃষ্টি করেন ।প্রতি বছরই এই কৌশিকী অমাবস্যায় বিরাট ভক্তের ঢল নামে তারাপীঠে। এবছর, আর হাতে গোনা ক'দিন পরই কৌশিকী অমাবস্যা। এই অমাবস্যা তিথি কখন থেকে পড়ছে, দেখে নিন জ্যোতিষমতে। শুক্রবার ২২ অগস্ট ৫ ভাদ্র সকাল ১১ টা ৫৮ মিনিটে আর ২৩ অগস্ট শনিবার বেলা ১২ টা ২২ মিনিট ৪২ সেকেন্ডে ছেড়ে যাচ্ছে তিথি।
তারাপীঠের ভোগে আর কী থাকে- সান্ধ্যভোগে সাধারণত থাকে লুচি, সুজি, ৫ রকম ফল, ৫ রকম মিষ্টি, ক্ষীর এবং শীতলভোগ দেওয়া হয় দেবীকে। রাতে তারাপীঠের দেবীর ভোগে থাকে খিচুড়ি, মাছভাজা ও বলির মাংস। এই শুভ তিথিতে বিশেষ নিশিপুজো আয়োজন হয়। তন্ত্র মতে এই অমাবস্যার রাতকে তারা রাত্রিও বলা হয়। এ দিন এক বিশেষ মুহূর্তে স্বর্গ ও নরক দুইয়ের দ্বার মুহূর্তের জন্য উম্মুক্ত হয় ও সাধক নিজের ইচ্ছামতো ধনাত্মক অথবা ঋণাত্মক শক্তি নিজের সাধনার মধ্যে আত্মস্থ করে ও সিদ্ধি লাভ করে। তাই তন্ত্রসাধনার জন্য এই অমাবস্যা খুবই গুরুত্বপুর্ণ বলে মনে করা হয়।হিন্দু ধর্মের সকল মানুষের কাছে এই দিনটা বিশেষ গুরুত্বপূর্ণ।