রবিবার ২৮শে এপ্রিল রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা!
নিজস্ব সংবাদদাতা : আগামী ২৮শে এপ্রিল রবিবার রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হবে।ইঞ্জিনিয়ারিংয়ের প্রবেশিকা পরীক্ষার দিন বিশেষ মেট্রো পরিষেবা মিলবে। ওই দিন কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো চালু হবে সকাল সাড়ে ৮টায়। আবার দক্ষিণেশ্বর এবং দমদম থেকে কবি সুভাষগামী প্রথম মেট্রো চালু হবে সকাল সাড়ে আটটাতেই। প্রসঙ্গত, রবিবার এই লাইনে মেট্রো পরিষেবা শুরু হয় সকাল ৯টায়। তা পরীক্ষার জন্য ৩০ মিনিট এগিয়ে আনা হয়েছে। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, ওই দিন উত্তর থেকে দক্ষিণে ‘ব্লু লাইন’–এ মোট আপ ও ডাউন মিলিয়ে ১৪০টি মেট্রো চলবে। অন্য রবিবার গুলি চলে আপ ও ডাউন মিলিয়ে ১৩০টি মেট্রো। তবে রবি রাতে শেষ মেট্রোর সময় একই থাকছে। প্রথম দফায় সকাল ১১ টা থেকে দুপুর একটা পর্যন্ত পরীক্ষা হবে। প্রথম পত্রে অঙ্ক থাকবে। আর দ্বিতীয় পত্রের পরীক্ষা শুরু হবে দুপুর দুটো থেকে। চলবে বিকেল চারটে পর্যন্ত।