প্রেস কনফারেন্স হাইলাইটস: আগামী বছরের ২৮শে জানুয়ারি থেকে শুরু হচ্ছে বইমেলা!
নিজস্ব সংবাদাতা : বইপ্রেমীদের কাছে বইমেলা বড় উৎসব। সারা বছর তাঁরা অপেক্ষায় থাকেন আন্তর্জাতিকমানের এই বই-উৎসবের জন্য। বইমেলায় এসে ম্যাপ সংগ্রহ করে নিজের পছন্দের স্টলে পৌঁছে যান সকলে। কিন্তু এবার আগে থেকেই জানা যাবে পুরো বইমেলার ম্যাপ। নতুন বইমেলা অ্যাপ নিয়ে আসছে পাবলিশার্স অ্যান্ড গিল্ড। আগামী বছরের ২৮শে জানুয়ারি থেকে শুরু হচ্ছে বইমেলা। শেষ হবে ৯ ই ফেব্রুয়ারি। ১২ দিন ধরে চলবে বইয়ের উৎসব। গুগল প্লে-স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করার সুযোগ থাকছে। অ্যাপ প্রসঙ্গে গিল্ডের সাধারণ সম্পাদক সুধাংশুশেখর দে বলেন, "এই অ্যাপের মাধ্যমে পুরো মেলাটাই দেখা যাবে। আমরা চেষ্টা করছি যাতে স্টলের ভিতরে কী আছে সেইগুলোও অ্যাপের মাধ্যমে তুলে ধরা যায়।"তবে শুধু অ্যাপ নয়, এছাড়াও এ বছর বইমেলা সম্পূর্ণ খোলা আকাশের তলায় করা হচ্ছে। প্রতিবছর বিভিন্ন হলে ব্যবস্থা থাকে কলকাতা বইমেলায়। বিশিষ্টদের নাম করে এই সমস্ত হল তৈরি করা হয়। সেখানে মূলত বিক্রি হয় ইংরাজি বই। কিন্তু এইবার সেই হল থাকছে না। প্রতিটি ইংরেজি প্রকাশনী নিজেদের মতো স্টল বানিয়ে নিচ্ছে। নতুন ব্যবস্থা নিয়ে গিল্ডের সাধারণ সম্পাদক সুধাংশু শেখর দে বলেন, "ময়দানের বইমেলায় হল থাকত না। অন্য জায়গায় হলের ব্যবস্থা হত। এই হলে যারা থাকতেন তাঁদের বিভিন্ন আক্ষেপ শোনা যেত। তাঁদের দিক থেকে খরচ নিয়ে একটা সমস্যাও দেখা যাচ্ছিল।