পশ্চিম মেদিনীপুরের বেলদায় এক পথ দুর্ঘটনার জেরে মৃত্যু হয়েছে ৩ জন বাইক আরোহীর!

নিজস্ব প্রতিবেদন :  রবিবার ২৫ আগস্ট এক মর্মান্তিক দুর্ঘটনার খবর উঠে এল। পশ্চিম মেদিনীপুরের বেলদায় এক পথ দুর্ঘটনার জেরে মৃত্যু হয়েছে ৩ জন বাইক আরোহীর। জানা গিয়েছে, বেলদার ৬০নং জাতীয় সড়কে এই পথ দুর্ঘটনা ঘটে যায়। যাঁদের মৃত্যু হয়েছে তাঁরা বেলদারই বাসিন্দা। জানা গিয়েছে, মৃতরা হলেন, অলীক দে, শান্তনু দাস, নরেন্দ্র সাহু। তাঁদের বয়স ৩০ বছরের মধ্যে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে রবিবার নিজেদের কাজকর্ম শেষে রাত্রি ১০টা নাগাদ দু'টি বাইকে করে চার বন্ধু বেরিয়েছিল জাতীয় সড়কের পাশে কোনও রেস্টুরেন্টে খাবার খেতে।বাড়ি ফেরার পথে রাত্রি সাড়ে ১১টা নাগাদ বেপরোয়া প্রাইভেট গাড়ি ধাক্কায় মারে। ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে চার যুবক। দ্রুত তাদের উদ্ধার করে বেলদা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তিন জনকে মৃত ঘোষণা করেন। অপর এক যুবককে বেলদা থেকে স্থানান্তরিত করা হয় মেদিনীপুরে শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছে বলে জানা গেছে। ঘটনাস্থলে পড়ে থাকা ও চারচাকা গাড়িকে বাজেয়াপ্ত করেছে পুলিশ। জন্মাষ্টমীর আগের রাতে তিন যুবকের মৃত্যুতে শোকেরে ছায়া বেলদা এলাকাবাসীর।