ভূমিধসে বৈষ্ণোদেবী যাত্রার পথে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত্যু কমপক্ষে ৩০ জন পুণ্যার্থীর! নিখোঁজ বহু...

নিজস্ব সংবাদাতা: গত কিছুদিন ধরেই ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জম্মু ও কাশ্মীর। অগস্টের মাঝামাঝি মেঘভাঙা বৃষ্টির জেরে হড়পা বান হয়েছিল কিস্তওয়ারে। তারপর কাঠুয়ায়ও মেঘভাঙা বৃষ্টির জেরে ধস নেমেছিল। এবার ভারী বৃষ্টির জেরে জম্মু ও কাশ্মীরের কাটরায় বৈষ্ণোদেবী মন্দিরের উদ্দেশ্যে যাত্রার পথে ঘটে গেল এক হৃদয়বিদারক দুর্ঘটনা। প্রবল বর্ষণের জেরে ভয়াবহ ভূমিধসের কবলে পড়ে পুণ্যার্থীদের একটি দল। এই দুর্ঘটনায় এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে অন্তত ৩০ জনের। আহত হয়েছেন বহু, অনেকেই এখনও নিখোঁজ। ঘটনাটি ঘটে গতকাল সন্ধ্যায় কাটরায় বৈষ্ণোদেবী মন্দিরের যাত্রাপথে ধস নামে। স্থানীয় প্রশাসন, এনডিআরএফ ও সেনাবাহিনীর যৌথ উদ্যোগে রাতভর চলে উদ্ধার অভিযান। আধুনিক যন্ত্রপাতির সাহায্যে ধ্বংসস্তূপের নিচ থেকে একে একে মৃতদেহগুলি উদ্ধার করা হয়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। অনেকের অবস্থা আশঙ্কাজনক।প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, ভূমিধস এতটাই আকস্মিক ছিল যে পালাবার সুযোগই মেলেনি। মাটি, পাথর ও ধাতব কাঠামোর নিচে চাপা পড়ে যায় অনেকেই। চারপাশে তখন শুধুই কান্না আর চিৎকার। বৈষ্ণোদেবী মন্দির কর্তৃপক্ষ এবং জম্মু ও কাশ্মীর প্রশাসনের তরফে যাত্রা সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। প্রশাসন জানিয়েছে, আবহাওয়া ও পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নতুন করে কাউকে যাত্রায় অংশগ্রহণের অনুমতি দেওয়া হবে না। সে মৃত্যুর ঘটনাকে ‘অত্যন্ত মর্মান্তিক’ বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা ও উপরাজ্যপাল মনোজ সিনহার সঙ্গে কথা বলেছেন তিনি। নিহতদের পরিবারকে সবরকম সাহায্য দেওয়ার আশ্বাস দিয়েছেন। বৃষ্টির মধ্যে কেন খোলা ছিল বৈষ্ণোদেবী মন্দির? এই নিয়ে প্রশ্ন উঠছে। আপাতত বৈষ্ণোদেবী যাত্রা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।