৩৪ তম ঘাটাল বীরসিংহ বিদ্যাসাগর মেলার শুভ উদ্বোধন হল!
পশ্চিম মেদিনীপুর নিজস্ব সংবাদাতা : ৪ঠা জানুয়ারী শনিবার ৩৪ তম ঘাটাল বীরসিংহ বিদ্যাসাগর মেলার শুভ উদ্বোধন অনুষ্ঠান আয়োজিত হল। উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী ডাঃ মানস রঞ্জন ভূঁইয়া,প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী শ্রীকান্ত মাহাতো , জেলা পরিষদের সভাধিপতি মাননীয়া প্রতিভা মাইতি , জেলা পরিষদের সহকারী সভাধিপতি মাননীয় অজিত মাইতি , বিধায়িকা মাননীয়া মমতা ভূঁইয়া , জেলা পরিষদের শিক্ষা কর্মাধক্ষ্য শ্যামপদ পাত্র, কৃষি কর্মাধক্ষ্য আশিস হুদাইত , জেলা পরিষদের সদস্য শংকর দোলই ,ঘাটাল মহকুমার মহকুমা শাসক সুমন বিশ্বাস,ঘাটাল পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামলী সর্দার, সহকারি সভাপতি বিকাশ কর। ঘাটাল ব্লকের বিডিও অভীক বিশ্বাস, চন্দ্রকোণা ২ ব্লকের বিডিও উৎপল পাইক, পাঁচটি পৌরসভার পৌরপ্রধানগণ উপস্থিত ছিলেন। এছাড়াও অনেক বিশিষ্ট অতিথিবর্গ উপস্থিত ছিলেন। মানস ভুঁইঞা পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের তৎকালীন সমাজ সংস্কারের কথা বলেন। এছাড়াও তিনি পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্পর কথা উল্লেখ করেন এবং বীরসিংহ গ্রামের উন্নয়ন প্রসঙ্গে বলেন। বিদ্যাসাগর মেলা সরকারি মেলা হওয়া সত্ত্বেও রাজ্য সরকারের প্রকল্প বা মুখ্যমন্ত্রীর ছবি নেই বলে তিনি ক্ষোভ প্রকাশ করেন।