মঙ্গলবার চোপড়ায় যাচ্ছেন রাজ্যপাল!

নিজস্ব সংবাদদাতা :ভয়াবহ ঘটনা, মাটি চাপা পড়ে মৃত্যু হল চার শিশুর। চোপড়ার চেতনাগাছে বিএসএফ নিয়ন্ত্রিত এলাকায় গত সোমবার মাটি চাপা পড়ে চার শিশুর মৃত্যু হয়। রাজ্যের শাসকদলের তরফে জানানো হয়েছিল, চোপড়ায় যাওয়ার ব্যাপারে আশ্বাস দিয়েছেন সিভি আনন্দ বোস। তৃণমূলের প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাতের পাঁচ দিন পর, মঙ্গলবার চোপড়ায় যাচ্ছেন রাজ্যপাল। রাজভবন সূত্রে খবর, সোমবার রাতেই দার্জিলিং মেলে চেপে কিষাণগঞ্জের উদ্দেশে রওনা দেবেন তিনি। মঙ্গলবার সড়কপথে সেখান থেকেই পৌঁছবেন চোপড়ায়।সোমবার ভারত-বাংলাদেশ সীমান্তে দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের চেতনাগাছ এলাকায় ঘটনাটি ঘটেছে। বিএসএফ জওয়ানেরা ওই চার শিশুকে তাঁদের গাড়িতে করে চোপড়ার দলুয়া স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানেই চার শিশুকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা।