কয়েকশো বাদুড় মেরে বন দফতরের জালে খড়গপুরের ৪ জন বাসিন্দা!
নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুর: ঘটনাটি বুধবার মেদিনীপুর শহরের পালবাড়ি এলাকায় । বন্যপ্রাণ আইনে বাদুড় মারা নিষিদ্ধ এবং আইনত দণ্ডনীয়। জানা গিয়েছে, ওই ৪ জন পালবাড়ি এলাকায় একটি তাল গাছে উঠে বাদুড় মারছিল। স্থানীয়রা বুঝতে পেরে তাদের গাছ থেকে নামিয়ে ঘিরে ধরেন। ব্যাগে তল্লাশি চালিয়ে দেখতে পান কয়েকশো বাদুড় রাখা। সঙ্গে বাদুড় ধরার একাধিক সরঞ্জাম ছিল তাদের কাছে। এরপরই বনকর্মীরা এসে ওই ৪ জনকে আটক করে। তারা নাকি খড়গপুরের নিমপুরা এলাকার বাসিন্দা। পাঁচ শতাধিক বাদুড় মেরেছে। বাদুড় ধরার জাল সহ বিভিন্ন সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়েছে। আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে তাদের বিরুদ্ধে।