৪৭ তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা বিপ্লবী সংবাদ দর্পন আনুষ্ঠানিক সাহিত্য সম্মেলন, সংবর্ধনা ও বই প্রকাশ অনুষ্ঠ‍ান!

নিজস্ব সংবাদদাতা : রবিবার (২৮ জানুয়ারি) বিকালে বিপ্লবী সংবাদ দর্পণের নিবেদন চোখে পড়ার মতো, এ যেন এক চাঁদের হাট বসেছিল প্রেস কর্নার অডিটোরিয়ামে।এক ঝাঁক গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বইমেলা প্রাঙ্গনে প্রেস কর্নারে ঝলমল করে উঠেছিল রবিবার অপরাহ্নকাল । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাহিত্যিক দেবারতি মুখোপাধ্যায়, অভিনেতা-নির্দেশক তপন গাঙ্গুলী , বিশিষ্ট কবি সাহিত্যিক রতনতনু ঘাঁটি ও বিশিষ্ট কবি আরণ্যক বসু, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুশান্ত কুমার চক্রবর্তী, বিশিষ্ট সমাজসেবী ডঃ দীপক কুমার দাশগুপ্ত, নারায়ণ ভট্টাচার্য,কলকাতার অ্যাপোলো হসপিটাল এর সিনিয়র জেনারেল ফিজিশিয়ান ডাঃ শুদ্ধসত্ত্ব চট্টোপাধ্যায় ,এক্স ডাইরেক্টর আই আর সি টি সি দেবাশীষ চন্দ্র,ন্যাশনাল সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট তথাগত দত্ত, গান্ধী মিশন ট্রাস্টের প্রেসিডেন্ট নারায়ণ ভট্টাচার্য,উপস্থিত ছিলেন ভারতীয় পরিসংখ্যান ইনস্টিটিউটের প্রাক্তন পরিচালক ড: বিমল রায়,সোমনাথ বিশ্বাস ইন্ডিয়া বুক অফ রেকর্ড ও ন্যাশনাল রেকর্ড অঙ্কন শিল্পী ও বিশিষ্ট ব্যাক্তি সুভাষ ভট্টাচার্য, সাউথ ইস্টার্ন Railways Ex- PRO ও সাহিত্যিক পল্লব মুখোপাধ্যায় ও সাউথ ইস্টার্ন PRO বিধানচন্দ্র,তারাপীঠ প্রধান পুরোহিত ও কবি সাহিত্যিক প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় , কবি সাহিত্যিক শুভেন্দু বিকাশ চক্রবর্তী প্রমুখ। একগুচ্ছ বই প্রকাশ,সাহিত্য সম্মেলন ও সংবর্ধনা দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়। সাহিত্যানুষ্ঠানের অন্যতম অতিথি বর্তমান বাংলা সাহিত্যের বলিষ্ঠ লেখক দেবারতি মুখোপাধ্যায় বলেন, ' পৃথিবীতে ৭ হাজারের বেশি ভাষা রয়েছে। আক্ষেপের বিষয় প্রতি ১৪ দিনে একটি করে ভাষার মৃত্যু হচ্ছে। অভিভাবকেরা সন্তানদের বাংলা শেখান। দয়া করে বাংলা ভাষার মৃত্যু হতে দেবেন না। আজকাল অভিভাবকেরা অনেকেই গর্ব করে বলেন আমার ছেলেমেয়ে বাংলা বলতে পারে না। এটা গর্বের বিষয় নয়। নিজের মাকে ভালবাসতে শেখান তাহলে সন্তানেরা অন্যের মাকে ভালবাসতে পারবে। ছোটোদের বাংলা বই কিনে দিন, পড়তে উৎসাহ দিন। তাহলেই এই মধুর ভাষা বাঁচবে।' কবি আরণ্যক বসু বলেন, ' নতুন ও পুরোনো বইয়ের গন্ধ দামি সুগন্ধির থেকেও ভাল। মৃত্যুর সময় যেন আমার হাতে বই থাকে।'এদিন বিপ্লবী সংবাদ দর্পণের বিশেষ সংখ্যা সহ এক গুচ্ছ কবিতা ও গল্পের বইয়ের উদ্বোধন হয়। অনুষ্ঠান পরিচালনা করেন সায়নী দত্ত রায় ও দীপান্বিতা জানা।এক গুচ্ছ কবিতা ও গল্পের বইয়ের উদ্বোধন হলো তাদের নাম,আখর নদী - সুদেষ্ণা চ্যাটার্জীপরম চেতনার পথে- কবি অরুন দাস এক গুচ্ছ শুভেন্দু- ড: শুভেন্দু বিকাশ চক্রবর্তীArthritis - English version - ডাঃ শুদ্ধসত্ত্ব চট্টোপাধ্যায়তীর্থভূমি তারাপীঠ - প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়"বিপ্লবী সংবাদ দর্পণের বিশেষ কলকাতা বইমেলা সংখ্যা""Body Building As A Sport - English version" - রমাপ্রসাদ মুখার্জী"রং-তুলি"- অসিত চক্রবর্তী"পারিন্দে" হিন্দি ভার্সন,বাঙ্গালী ডাবিং "ডানা" - নির্মল ভর্মা"পাথরার পাঠান ও PATHRA - A VILLAGE OF TEMPLES" - ইয়াসিন পাঠান