৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলায় যাতায়াত এবার আরও সহজ -বুক সেলার্স অ্যান্ড গিল্ডের সম্পাদক সুধাংশু শেখর দে কী বলছেন?

নিজস্ব সংবাদদাতা :  ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার উদ্বোধন হয়েছে ২২ জানুয়ারি, বৃহস্পতিবার। সল্টলেকের করুণাময়ীর কাছে সেন্ট্রাল পার্ক মেলার মাঠে অর্থাৎ বইমেলা প্রাঙ্গণে বইমেলা চলবে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। বিগত বছর বইমেলায় ২৭ লক্ষ মানুষ এসেছিলেন। এবার আরও বাড়বে ভিড়। মেট্রো এখন হাওড়া ও ধর্মতলায় সরাসরি সংযুক্ত। ২০২২ সালে শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো চালু হয়েছিল। তারপর মেলায় পাঠকের সংখ্যা বৃদ্ধি পায়। এ বছর ধর্মতলা ও হাওড়া সংযুক্ত হয়েছে। পাঠকরাও মেট্রো পরিষেবার সুযোগ নিয়ে মেলায় আসবেন। ফলে ভিড় বাড়ার সম্ভাবনা রয়েছে।

এবার প্রাক সুবর্ণজয়ন্তী বলে মেলা ঘিরে বাড়তি আবেগ রয়েছে। হাজারেরও বেশি বইয়ের স্টল রয়েছে এবার। এবার বইমেলায় যাতায়াত অনেক সহজ হয়েছে।ছুটির দিনে বেলা ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত বইমেলা খোলা থাকে। পরিবহণ দপ্তর বইমেলা উপলক্ষ্যে বিশেষ বাসের পরিষেবা রাত ১০টা পর্যন্ত চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে। দুপুর ১টা থেকে রাত ১০টা পর্যন্ত কলকাতার বিভিন্ন রুটের বাস বইমেলা প্রাঙ্গণ সংলগ্ন বাস স্ট্যান্ড থেকে ছাড়বে। করুণাময়ী বাস স্ট্যান্ড ছাড়াও ময়ূখ ভবনের সামনে থেকে বিভিন্ন রুটের বাস ছাড়বে বলে খবর। ইএম বাইপাস ধরে যে সব রুটের বাস চলে, বইমেলা উপলক্ষ্যে ওই সব রুটে বাসের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পরিবহণ দপ্তর।