৫৭ বছর বয়সে খড়্গপুরে মহিলা ইন্টারন্যাশনাল ওপেন ভেটেরানস অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ প্রথম হলেন !

নিজস্ব সংবাদদাতা : বাংলাদেশ ভেটেরান্স অ্যাথলেটস অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ৪০০ মিটার প্রথম হয়েছেন ৫৭ বছর বয়সে খড়্গপুরে মহিলা রিনা বেরা।তিনি ওল্ড মালঞ্চ খড়্গপুরের বাসিন্থা। বাংলাদেশ ভেটেরান্স অ্যাথলেটস অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত এবং বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন (বিএএফ) এর সহায়তায় আন্তর্জাতিক ওপেন ভেটেরান্স অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ ২০২৪-এর প্রথম সংস্করণ বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের (বিএনএস) ট্র্যাক অ্যান্ড টার্ফে শুরু হয়। ১৯৬৬ সালে ঝাড়্গ্রাম জেলার গোপীবল্লভপুর থানার আশু গ্রামে রিনা বেরা জন্ম হয়। বাবা কাশিনাথ দিয়ে মা কলন কমলা দেবী।ছোট থেকেই খেলাধুলায় খুবই ভালো ছিলেন কিন্তু গ্রামের মেয়ে বলে খেলাধুলার অধিকার ছিল না তাই ১৮ বছর বয়সে বিয়ে হয় । সংসার জীবনে বাঁধা পড়ে যায় দীর্ঘ ৩৫ বছর পরে ২০১৮ সালে আবার খেলার জগতে ফিরে আসেন তিনি , তারপর আস্তে আস্তে স্টেট ন্যাশনাল ইন্টারন্যাশনাল অংশগ্রহণ করেন । ছোট থেকেই স্বপ্ন ছিল বিদেশে গিয়ে দেশের পতাকা উড়াবো। ৫৭ বছর বয়সে সেই সুযোগ জীবনে আসে তার । বাংলাদেশ ভেটেরান্স অ্যাথলেটস অ্যাসোসিয়েশন আয়োজকরা বলেন পুরুষ ক্রীড়াবিদদের বয়সসীমা ৩৫ থেকে ৭০ বছর এবং নারী ক্রীড়াবিদদের জন্য ৩৫ থেকে ৬৫ বছর নির্ধারণ করা হয় । মোট ২৩৩টি ইভেন্ট অনুষ্ঠিত হয় - পুরুষ বিভাগে ১২৮টি এবং মহিলাদের বিভাগে ১০৫টি।
আন্তর্জাতিক ওপেন ভেটেরানস অ্যাথলেটিক্স ২০২৪ খড়্গপুরে মহিলা রিনা বেরা পারফরম্যান্স স্কোর :
৪০০ মিটার রান - প্রথম
২০০ মিটার রান - তৃতীয়
৮০ মিটার হাডেলস - তৃতীয়
৪×১০০ মিটার রিলে - প্রথম

আগের পারফরম্যান্স স্কোর :

ন্যাশনাল মাস্টার অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ মেদিনীপুর ২০২৩

৪০০ মিটার রান - তৃতীয়
২০০ মিটার রান - তৃতীয়
১৫০০ মিটার রান - তৃতীয়
৪×১০০ মিটার রিলে - দ্বিতীয়
১০০ মিটার রান - প্রথম

শ্রীলঙ্কা ইন্টারন্যাশনাল মাস্টার অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ ২০২৩

৮০ মিটার হাডেলস- প্রথম
৩০০ মিটার হাডেলস - প্রথম
৪০০ মিটার রান - তৃতীয়
২০০০ মিটার steeplechase - তৃতীয়

ন্যাশনাল ভেটারেনস স্পোর্টস অ্যান্ড গেমস চ্যাম্পিয়নশিপ নাসিক ২০২২
১০০ মিটার রান - তৃতীয়
৫০০০ মিটার হাঁটা - তৃতীয়
১৫০০ মিটার হাঁটা - তৃতীয়

ন্যাশনাল ভেটারেনস স্পোর্টস অ্যান্ড গেমস চ্যাম্পিয়নশিপ নাসিক ২০২১

৫০০০ মিটার হাঁটা - তৃতীয়
৩০০০ মিটার হাঁটা - দ্বিতীয়
৮০ মিটার হাডেলস - প্রথম
৪×১০০ মিটার রিলে - তৃতীয়

ইন্টারন্যাশনাল মাস্টার অ্যাথলেটিক মিট মেদিনীপুর ২০১৯

৫ কিমি হাঁটা - প্রথম
১০০ মিটার রান - প্রথম
২০০ মিটার রান - দ্বিতীয়