মেদিনীপুর থেকে কাশ্মীর ঘুরতে গিয়েছিল ৫৯ জন পর্যটক পর্যটকরা আটকে পড়েছে!
পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : চলতি মাসের ১১ তারিখ মেদিনীপুর থেকে কাশ্মীর ঘুরতে গিয়েছিল ৫৯ জন পর্যটক। মঙ্গলবার রাতেই কাশ্মীর থেকে মেদিনীপুরের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল তাদের। তবে গতকাল কাশ্মীরে ভয়াবহ জঙ্গি হানার পর কাশ্মীরেই আটকে গিয়েছে ৫৯ জন যাত্রী নিয়ে পর্যটক বোঝাই বাস। ক্রমশ উৎকণ্ঠা বাড়ছে মেদিনীপুর শহরের মিয়াবাজার আস্তানা পুকুর এলাকার মানুষ। গতকাল বিকেলের পর থেকে অধিকাংশ পর্যটক এরই পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ হয়নি। যদিও টুর অপারেটর টিমের গাইডের পরিবারের ছেলের সাথে যোগাযোগ করলে তিনি জানান তার বাবা টুর অপারেটর সঙ্গে যোগাযোগ করা গিয়েছে। তিনি জানিয়েছেন, কাশ্মীরেই আটকে রয়েছেন তারা। ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে খাওয়ার রেশন। তখন পর্যটকদের কে নিয়ে কাশ্মীর ছাড়তে পারবেন তারা তা এখনো পর্যন্ত জানেন না। পুলওয়ামা হামলার পর এটাই সবথেকে বড় সন্ত্রাসবাদী হামলা বলে দাবি করা হচ্ছে। ইতিমধ্যে গোটা দেশ এই খবরে শোকার্ত। রাগেও ফুঁসছেন সাধারণ মানুষ।২০১৯ সালে পুলওয়ামা হামলার ঘটনা মনে করিয়ে দিচ্ছে।কাশ্মীরে নিরীহ মানুষের প্রাণ গিয়েছে, যারা ঘুরতে গিয়েছেন তাঁদের আনন্দ আজ মৃত্যু মিছিলের মাঝে হারিয়ে গিয়েছে। বিভিন্ন পর্যটকরা আটকে পড়েছে পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন । কবে পরিস্থিতি স্বাভাবিক হবে পর্যটকরা যে যার নিজের পরিবারের কাছে এসে পৌঁছাবে সকলে।