'স্পন্দন' হাসপাতালের উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরে রক্ত দিলেন ৬০ জন!

পশ্চিম মেদিনীপুর নিজস্ব সংবাদদাতা : সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখে মেদিনীপুরের ব্লাড সেন্টারের আহ্বানে সাড়া দিয়ে রক্তের গ্রীষ্মকালীন সংকট কিছুটা হলেও মেটাতে এগিয়ে এলো মেদিনীপুর শহরের সবচেয়ে পুরানো এবং স্বনাধন্য বেসরকারী হাসপাতাল 'স্পন্দন'। মঙ্গলবার হাসপাতালের কনফারেন্স হলে অনুষ্ঠিত একটি রক্তদান শিবির। শিবির আয়োজনে সহযোগিতার হাত বাড়িয়ে দেন মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল ব্লাড সেন্টার কর্তৃপক্ষ। শিবিরে ৯ জন মহিলা সহ মোট ৬০ জন রক্তদাতা রক্তদান করেন। এদিন শিবিরে মূলতঃ রক্তদান করেন হাসপাতালের চিকিৎসক,নার্স ও স্বাস্থ্যকর্মীরা। পাশাপাশি বেশকিছু শুভানুধ্যায়ী ব্যক্তিও রক্তদান করেন। এদিনের শিবিরে রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সৌম্যশংকর ষড়ঙ্গী, মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডাঃ মৌসুমী নন্দী,ডেপুটি সুপার ডাঃ শ্যামল পট্টনায়েক,ব্লাড সেন্টারের এমওআইসি ডাঃ ঈশিতা গাঁতাইত , সমাজকর্মী শিক্ষক সুদীপ কুমার খাঁড়া প্রমুখ। রক্তদাতাদের উৎসাহিত করতে 'স্পন্দন' কর্তৃপক্ষের পক্ষে উপস্থিত ছিলেন হাসপাতালের সিএমডি পীযূষ পাল, ডাইরেক্টর মনোজ পতি,ডাইরেক্টর পার্থ মন্ডল সহ হাসপাতালের অন্যান্য আধিকারিক ও চিকিৎসকগণ। স্পন্দন কর্তৃপক্ষের পক্ষে ডাইরেক্টর মনোজ পতি জানান, আগামীদিনে এবং জরুরি প্রয়োজনে তাঁরা এই ধরনের শিবির আবারও আয়োজন করবেন। শিবির সুষ্ঠু ভাবে সম্পন্ন হওয়ায় স্পন্দনের পক্ষে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান মনোজ পতি ও পার্থ মন্ডল। উল্লেখ্য আগে বিভিন্ন রক্তদান শিবির আয়োজনে বিভিন্ন সংস্থাকে সাহায্য করেছে স্পন্দন হাসপাতাল। এবার মেদিনীপূর ব্লাড সেন্টার কর্তৃপক্ষের আহ্বানে সরসরি নিজেদের উদ্যোগে ও ব্যবস্থাপনায় রক্তদান শিবির আয়োজন করলো স্পন্দন হাসপাতাল।