স্কুল গেমস ফেডারেশন অফ ইন্ডিয়া উদ্যোগে ৬৯তম জাতীয় স্কুল গেমস টেবিল টেনিস অনূর্ধ্ব-১৭ বালক ও বালিকা চ্যাম্পিয়নশিপ!

নিজস্ব সংবাদদাতা : স্কুল গেমস ফেডারেশন অফ ইন্ডিয়া উদ্যোগে ৬৯তম জাতীয় স্কুল গেমস টেবিল টেনিস অনূর্ধ্ব-১৭বালক ও বালিকাদের চ্যাম্পিয়নশিপ শেষ হলো তামিলনাড়ুর পেরাম্বালুরের মাগার স্টেডিয়ামে। অনূর্ধ্ব -১৭ বিভাগে বালকদের দলগত ব্রোঞ্জ পদক জয়লাভ করেন। অনূর্ধ্ব -১৭ বিভাগে ছেলেদের দলের সদস্যরা ছিলেন দেবরাজ ভট্টাচার্য,রাজদীপ সেন,অনীশ মুখার্জি,দেবায়ুধ নন্দী,কৌস্তব চক্রবর্তী এবং কোচ ছিলেন দীপাঞ্জন রায়,টিম ম্যানেজার ছিলেন অভিজিৎ রানা।

অনূর্ধ্ব-১৭ বালিকাদের মধ্যে সিঙ্গেলসে সোনার পদক জয়লাভ করেন শ্রেয়া ধর এবং অনূর্ধ্ব-১৭ বালিকাদের মধ্যে সিঙ্গেলসে ব্রোঞ্জ মেডেল জয়লাভ করেন আঙ্কলিকা চক্রবর্তী। অনূর্ধ্ব-১৭ বালিকাদের কোচ ছিলেন তাপসী সরকার এবং টিম ম্যানেজার ছিলেন সুদীপ্ত মন্ডল। ৬৯তম আসরে পশ্চিম বাংলার বালকও বালিকাদের দলটি অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে বাংলার নাম উজ্বল করেছে।