ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল ফর স্কুল গেমস এন্ড স্পোর্টস-এর অধীনে ৬৯তম স্টেট স্কুল গেমস!
অরিন্দম চক্রবর্তী: ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল ফর স্কুল গেমস এন্ড স্পোর্টস এর অধীনে ৬৯ তম স্টেট স্কুল গেমস ২০২৫ অনূর্ধ্ব ১৪, ১৭,১৯ বালক ও বালিকা বিভাগের প্রতিযোগিতা আয়োজিত হয়। শিলিগুড়ির মিউনিসিপাল কর্পোরেশন ইনডোর স্টেডিয়ামে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় গত ২৪ - ২৭ আগস্ট। রাজ্য স্কুল গেমসে পশ্চিম মেদিনীপুরের দুই বালিকা অদ্রিজা খাঁড়া ও ত্রিপর্ণা বেরা অংশগ্রহণ করে। এই প্রতিযোগিতায় সিলেক্টর হিসেবে ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুরের মেয়ে টেবিল টেনিস জাতীয় খেলোয়াড় ও কোচ শ্রীপর্ণা নন্দ। এছাড়া ছিলেন উত্তর চব্বিশ পরগনা জেলার কোচ মনি শংকর চৌধুরী এবং শান্তনু সাহা। অনূর্ধ্ব১৪ বালক বিভাগে চ্যাম্পিয়ন হয় দক্ষিণ কলকাতার হিমন কুমার মন্ডল, বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হয় উত্তর ২৪ পরগনা জেলার সারিকা সাহিদ। অনূর্ধ্ব ১৭ বালক বিভাগে চ্যাম্পিয়ন হয় উত্তর ২৪ পরগনা জেলার সোহম মুখার্জী, বালিকা বিভাগের চ্যাম্পিয়ন হয় শিলিগুড়ির শ্রেয়াধর। অনূর্ধ্ব ১৯ বালক বিভাগে চ্যাম্পিয়ন হয় উত্তর চব্বিশ পরগনা জেলার প্রিয়াংশু কর্মকার, বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হয় দক্ষিণ কলকাতার দিয়া বসু। খুব সুন্দর আয়োজনে এই প্রতিযোগিতাটি হয়েছিল শিলিগুড়ির এই স্টেডিয়ামে।
খড়্গপুর শহরের ইন্দা সারদাপল্লির বাসিন্দা শ্রীপর্ণা নন্দ। এমনকি তিনি বিয়ের পর খেলা ছাড়তে রাজি হননি। ফলে এখনও বিয়ে করেননি তিনি। তাঁর কাছে টেবল টেনিস খেলা ঈশ্বরের মতো।