ভয়াবহ ভূমিকম্পে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে, ফলস্বরূপ থাইল্যান্ডে তাসের ঘরের মতো ধসে গিয়েছে এক বিশাল বহুতল বাড়ি!
নিজস্ব প্রতিবেদন : শুক্রবার ২৮শে মার্চ ভূমিকম্পে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি বিল্ডিংটিও ধসে পড়ছে। সংবাদমাধ্যমের তরফে জানানো হয়, নির্মানাধীন একটি বিশাল উচু বহুতল তাসের ঘরের মতো ধসে পড়েছে মাটিতে। রিখটার স্কেলে ৭.৭ মাত্রা অনুভূত হয়। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, এই ধসে পড়া বহুতলের নীচে ৪৩ জন শ্রমিক আটকে পড়েছেন। ঐ ঘটনার সঙ্গে সঙ্গে স্থানীয় পুলিশ এবং চিকিৎসা কর্মীরা ছুটে গিয়েছেন ওই স্থানে, এখনো অবধি জানা যাচ্ছে মৃত্যু হয়েছে একজনের, নিখোঁজ রয়েছেন একজন এবং ৫০ জনের বেশি আহত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। ব্যাংকক পুলিশ জানিয়েছে যে চাতুচক মার্কেটের ওই বিল্ডিং ধসে পড়ার খবর পেয়েই তারা সঙ্গে সঙ্গে সেখানে ছুটে গিয়েছেন, এখন তারা সেখানেই রয়েছেন, ঘটনাস্থলের তদারকি করছেন এবং সেখানকার স্থানীয়দের নিরাপত্তা সুনিশ্চিত করতে সবরকম ভাবে তাঁরা চেষ্টা করছেন।