৭ মাসের ৭ তারিখে সকাল ৭ টা ব্রাজিল বনাম উরুগুয়ে সঙ্গে কোয়ার্টার ফাইনালের ম্যাচ!

নিজস্ব সংবাদদাতা : কলম্বিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে লক্ষ্য পূরণে ব্যর্থ হয়েছে ব্রাজিল। ম্যাচটি জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হতে তো পারেইনি, উল্টো হলুদ কার্ড দেখে কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গেছেন দলের সেরা খেলোয়াড় ভিনিসিয়াস জুনিয়র। দুর্দান্ত ফর্মে থাকা মার্সেলো বিয়েলসার উরুগুয়ের বিপক্ষে ম্যাচটা তাই ব্রাজিলের জন্য মহাপরীক্ষা। কোপা আমেরিকায় পথচলা জারি রাখতে কোচ দরিভাল জুনিয়র এখন কী করেন, সেদিকে চেয়ে সমর্থকরা।
ব্রাজিলকে দল হিসেবে গুছিয়ে নেয়ার খুব বেশি সময় পাননি দরিভাল জুনিয়র। কোপা আমেরিকার আগে হওয়া চারটি প্রীতি ম্যাচই সম্বল। ফলে খেলোয়াড়দের খুব বেশি বাজিয়ে দেখতে পারেননি। তার অধীনে এখনও দল হিসেবে গুছিয়ে উঠতে পারেনি কোপা আমেরিকার নয়বারের চ্যাম্পিয়নরা। সে জন্য কোয়ার্টার ফাইনালেই উরুগুয়ের মতো দলের মুখোমুখি হতে চাননি তিনি।

২০১৪ সালে ফুটবল বিশ্ব কাপে ব্রাজিলের সাথে জার্মানির খেলা আজও সকল ফুটবল প্রেমী বিশেষত ব্রাজিল ফুটবল প্রেমীদের মনে গেঁথে আছে। সেই বার মন ভেঙেছিল। ৭-১ গোলে পরাস্ত হয়েছিল সাম্বার দেশ ব্রাজিল। সেই ৭ নাম্বার যেন পিছু ছাড়ছেনা। আগামী জুন মাসের ৭ তারিখ উরুগুয়ের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল। বলা যায় ৭ মাসের ৭তারিখ সকাল ৭টায় নামছে এবারের কোপায় শক্তিশালী দল উরুগুয়ের বিপক্ষে। সকল ব্রাজিল ফুটবল প্রেমীদের চোখ ওই ম্যাচে।