'সেবাশ্রয়' ক্যাম্পে, ৯ বছরের শিশুর ১২ ঘণ্টার ওপেন-হার্ট সার্জারি,খুশি পরিবার!
নিজস্ব সংবাদদাতা: ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এর উদ্যোগে জেলা জুড়ে চলছে 'সেবাশ্রয়'। যাতে সাড়া পড়ছে বিপুল মানুষের। এবার সেই সেবাশ্রয়ের হাত ধরেই আলতাফ হোসেন ঘরামি নামে ৯ বছরের শিশুর ওপেন হার্ট সার্জারি হচ্ছে। জানা যায়,আলতাফ হোসেন ঘরামি হার্টের সমস্যা নিয়ে ডাক্তার দেখাতে আসে। রিপোর্ট করে জানা যায় আলতাফের হৃদপিন্ডে একটি ছিদ্র (সায়ানোটিক হার্ট ডিজিজ) রয়েছে। খবর পাওয়া মাত্রই সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় দ্রুত বিষয়টি নিয়ে লেগে পড়েন। সিদ্ধান্ত নেন সমস্যা আরও বাড়ার আগেই দ্রুত চিকিৎসা করার। বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থাও করে দেন। সূত্রের খবর, এদিনই ৯ বছরের আলতাফের ১২ ঘণ্টার ওপেন-হার্ট সার্জারি হচ্ছে জেআইএমএসে (জগন্নাথ গুপ্ত ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস)। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এহেন সিদ্ধান্তে স্বভাবতই খুশি আলতাফের পরিবার।