রহস্যজনকভাবে মৃত্যু হল এক বিজেপি নেতার!

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : পশ্চিমবঙ্গ বিজেপির বর্ধিত প্রদেশ কার্যকরণী বৈঠক থেকে ফেরার পথে রহস্যজনকভাবে মৃত্যু হল এক বিজেপি নেতার।গতকাল অর্থাৎ মঙ্গলবার পশ্চিমবঙ্গ বিজেপির প্রদেশ কার্যকরণী বৈঠক অনুষ্ঠিত হয়েছিল কলকাতা সাইন্স সিটিতে, আর সেখানেই বিভিন্ন হেভিওয়েট নেতাদের পাশাপাশি উপস্থিত হয়েছিলেন বিভিন্ন জেলার নেতৃত্বরাও, আর ঠিক সেই মতো পুরুলিয়া জেলা থেকে বিভিন্ন নেতাদের পাশাপাশি পুরুলিয়া শহরের দক্ষিণ মন্ডলের সভাপতি সত্যজিৎ অধিকারীও পৌঁছেছিলেন ওই বৈঠকে।যদিও গতকাল বৈঠক বা কার্যকরণী বৈঠক শেষে তারা গতকাল রাতেই রওনা দিয়েছিলেন পুরুলিয়ার উদ্দেশ্যে কলকাতা থেকে হাওড়া -চকধরপুর এক্সপ্রেস এ করে ।তবে আজ সকালে বিজেপির বিভিন্ন নেতাকর্মীরা, পুরুলিয়াতে সাড়ে ছটা নাগাদ পৌঁছে যান, তবে সবাই পৌঁছালেও সাথে থাকা পুরুলিয়া শহরের দক্ষিণ মন্ডলের সভাপতি সত্যজিত অধিকারী কে দেখতে না পেয়েই চাঞ্চল্য ছড়ায় আর তার পরেই খোঁজখবর চালানো হয় উনি কোথায়, রেলের জিআরপি মারফত অভিযোগ ও জানানো হয় বিজেপির তরফ থেকে আর তারপরে বেলা গড়লেই অর্থাৎ আজ সকাল নাগাদ খরগোপুর জিআরপির তরফ থেকে একটি রক্তাক্ত দেহ উদ্ধার হয় খড়গপুর সাব-ডিভিশনের রাধামোহনপুর এলাকা থেকে, যদিও খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছোন পুরুলিয়ার এমপি জ্যোতির্ময় সিং মাহাতো সহ রক্তাক্তভাবে উদ্ধার হওয়া সত্যজিৎ অধিকারীর ভাই ও অন্যান্য বিজেপি নেতৃত্বরা, তবে জিআরপি যে রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে খরগোপুর মহকুমা হাসপাতালে পাঠালে তা মৃত বলে ঘোষণা করা হয়, খরগোপুর মহকুমা হাসপাতালে মেজিস্ট্রেটের তদন্তের পরে ভিডিওগ্ৰাফির মাধ্যমে ময়নাতদন্তের জন্য দেহ মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।। যদিও এই মৃত্যুর কারণ নিয়ে ইতিমধ্যেই ধোঁয়াশা তৈরি হয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই সামনে আসবে আসল রহস্য।