কলকাতা পুলিশের ডিসি ইন্দিরা মুখোপাধ্যায়কে সমাজমাধ্যমে নানা রকম কুরুচিকর মন্তব্য এবং হুমকির অভিযোগে,তদন্ত শুরু করল হেয়ার স্ট্রিট থানা!

কলকাতা, নিজস্ব সংবাদদাতা : আরজি কর-কাণ্ডের পর বেশ কিছু বিষয় নিয়ে সংবাদমাধ্যমের সামনে মুখ খুলেছেন কলকাতা পুলিশের ডিসি (সেন্ট্রাল) ইন্দিরা মুখোপাধ্যায়। কলকাতা পুলিশের হয়ে তিনিই সাংবাদিক বৈঠক করেছেন ব্যাখ্যাও দিয়েছেন নানা বিষয়ের। এবার সেই ইন্দিরা মুখোপাধ্যায়কে সমাজমাধ্যমে নানা রকম কুরুচিকর মন্তব্য করা এবং হুমকি দেওয়ার অভিযোগে তদন্ত শুরু করল কলকাতা পুলিশ। ভারতীয় ন্যায় সংহতির একাধিক ধারায় হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের হয়েছে তিন সমাজমাধ্যম ব্যবহারকারীর বিরুদ্ধে। জানা যায় সমাজমাধ্যমে ডিসি ইন্দিরার সাংবাদিক বৈঠকের ভিডিয়ো প্রকাশ করা হয়। সেই ভিডিয়োর কমেন্ট বক্সে কয়েক জন ব্যবহারকারী বেশ কিছু আপত্তিকর মন্তব্য করেন।এমনকি প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে। এই হুমকি যাঁরা দিয়েছেন,তদন্তকারীরা তাঁদের খোঁজ শুরু করেছেন। যদিও এখনও পর্যন্ত কারও সন্ধান পাওয়া যায়নি।