ভুলবসত শিক্ষিকার পা মাড়িয়ে দেওয়ায় চতুর্থ শ্রেণির ছাত্রীকে দিয়ে করানো হল নোংরা জুতো পরিষ্কার !
দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদাতা: দক্ষিণ দিনাজপুরের হিলির লস্করপুর প্রাথমিক বিদ্যালয় স্কুলে ঘটল এক নিন্দনীয় ঘটনা। জানাযায়, শুক্রবার বিকেলে লস্করপুর প্রাথমিক বিদ্যালয়ের এক চতুর্থ শ্রেণির ছাত্রী শিক্ষিকার পা ভুলবসত মাড়িয়ে দেয়। তারপরই অভিযোগ উঠে, ওই শিক্ষিকা চতুর্থ শ্রেণির পড়ুয়াকে দিয়ে নোংরা জুতো পরিষ্কার করিয়ে নেন। সেই ঘটনাকে কেন্দ্র করে পরদিন ক্ষোভে ফেটে পড়লেন অভিভাবকরা। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিদ্যালয় পরিদর্শক প্রতিনিধি থেকে শুরু করে পুলিশ ও পঞ্চায়েত সদস্য। পরবর্তী ক্ষেত্রে স্কুলের মধ্যে এরম ঘটনা যাতে আর না ঘটে। তার জন্য প্রশাসনের দ্বারস্থ হয়েছে অভিভাবকরা। ঘটনাটি নিয়ে পদক্ষেপ করার আশ্বাস দেন আধিকারিকরা। পরে প্রশাসনের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয় ও শুরু হয় স্কুলের পঠনপাঠন। ছাত্রীর বাড়ির লোকের বক্তব্য,“বাচ্চারা দৌড়াদৌড়ি করে খেলছিল। সেই সময় ওই শিক্ষিকা ঢুকছিলেন। ভুল করে পায়ে পা লেগে যায়। আমার মেয়ে তখন বলেছে মিস সরি। উনি পাল্টা বলেন সরি বললে হবে? যা জুতো সাবান দিয়ে ধুয়ে নিয়ে আয়। তারপর ওই শিক্ষিকা আবার এসে দেখছেন সত্যি কি সাবান দিয়ে জুতো ধুচ্ছে কি না।” অন্যদিকে অভিযোগ যে শিক্ষিক্ষার উপর নাম ত্রিনয়নী সাহা কুণ্ডু তিনি বলেন ,“আমার জুতো সাইডে রাখা ছিল। আর ও এসে সেটা মাড়িয়ে দেয়। বাচ্চাটার পুরো জুতোতে পায়খানা মাখানো ছিল। আমার জুতোতেও সেটা লেগে যায়। আমি তখন বলেছিলাম তোর জুতোটা যখন ধুবি আমারটাও সাবান দিয়ে ধুয়ে দিস। এটা নর্মাল ব্যাপার। আমি ওকে দিয়ে পরিষ্কার করতে হবে এই ভেবে কিছু বলিনি।”