ঘুষ দিলেই রোগীকে দেওয়া হত ফিট সার্টিফিকেট, আসানসোলের ইস্টার্ন কোলফিল্ডে ধৃত চিকিৎসকের চার বছরের কারাদণ্ড!
আসানসোল, নিজস্ব সংবাদাতা : পশ্চিম বর্ধমানের আসানসোলের ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের কাল্লা সেন্ট্রাল হাসপাতালের এক চিকিৎসককে চার বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন আসানসোলের বিশেষ সিবিআই আদালত। অভিযুক্ত চিকিৎসকের নাম সুনীল কুমার সিংহ। অভিযোগ, মেডিক্যাল ফিট সার্টিফিকেট দেওয়ার জন্য কোলফিল্ড শ্রমিকদের থেকে ৫০০ টাকা করে ঘুষ নিতেন। কোলিয়াড়ির এক শ্রমিক অভিযুক্ত চিকিৎসকের কাছে ফিট সার্টিফিকেট আনতে যায়। কিন্তু ওই শ্রমিক ঘুষ দিতে না চাইলে তাঁকে দেওয়া হয় আনফিট সার্টিফিকেট। ওই শ্রমিক সিবিআইয়ের কাছে অভিযোগ করেন। শুরু হয় মামলা তদন্তে নেমে ২০০৯ সালে ওই চিকিৎসককে ঘুষ নেওয়ার সময়ে হাতেনাতে ধরে। বিচারপতি রাজেশ চক্রবর্তী সমস্ত প্রমাণ পেয়ে অভিযুক্ত ওই চিকিৎসককে দোষী সাব্যস্ত করেন। রায়ে চার বছরের কারাদণ্ড ও ৩০ হাজার টাকা জরিমানা করেন ।