পশ্চিম মেদিনীপুরে অনাথ শিশুকে দত্তক গ্রহণ করলো স্পেনের বার্সেলোনার এক পরিবার!

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : সোমবারেই চেরির (মেরিটেক্সেল রোসিচ গিমেজ) এর হাত ধরে সুদূর স্পেনের বার্সেলোনা পাড়ি দিল ছোট্ট সোম। আজ সোমবার পশ্চিম মেদিনীপুর জেলাশাসক দপ্তরে জেলাশাসক খুরশেদ আলী কাদরীর উপস্থিতিতে সরকারি সমস্ত নিয়ম অনুযায়ী অনাথ সোমকে নিয়ে স্পেনের বার্সেলোনা রওনা দিলেন মেরিটেক্সেল রোসিচ গিমেজ। প্রসঙ্গত, ২০২৩ সালের ২৪ শে এপ্রিল খড়্গপুর রেলওয়ে ষ্টেশন থেকে উদ্ধার হয় বছর ৬ এর ছোট্ট সোম। এরপর চাইল্ড লাইন ওই শিশুকে উদ্ধার করে। তারপর থেকেই ছোট্ট সোমের আশ্রয় হয় সরকারি হোমে (মেদিনীপুর বিদ্যাসাগর বালিকা ভবনে)। সেখানেই সরকারি খরচে লালন পালন হচ্ছিলো সোমের। অন্যদিকে পেশায় একটি কোম্পানির ডিরেক্টর মেরিটেক্সেল রোসিচ গিমেজ সরকারি নিয়ম মেনে অনলাইনে শিশু দত্তক নেওয়ার আবেদন জানান। সেইমতো সরকারি সমস্ত নিয়ম মেনে সমস্ত দিক বিবেচনা করে আজ ছোট্ট সোমকে তুলে দেওয়া হলো স্পেনের মিস চেরির হাতে। নতুন মা পেয়ে খুশি যেমন সোম, তেমনই সন্তান রূপে সোমকে পেয়ে আপ্লুত মেরিটেক্সেল রোসিচ গিমেজ। অন্যদিকে দত্তক নেওয়ার পর জেলাশাসক খুরশিদ আলী কাদেরী জানান, সরকারি নিয়ম অনুযায়ী শিশুটির সময়ে সময়ে খোঁজ নেওয়া হবে। আশা করি শিশুটির ভবিষ্যত উজ্জ্বল হবে নতুন পরিবার পেয়ে।অবশেষে সমস্ত সরকারি নিয়ম-কানুন মেনে এদিন পশ্চিম মেদিনীপুরের জেলা শাসক খুরশিদ আলী কাদেরী হাত ধরে সোম পাড়ি দিল স্পেনের উদ্দেশ্যে। এই বিষয়ে মেরিটক্সেল রোসিচ গিমেজ বলেন আমি একজন সিঙ্গেল মাদার আমি একটি কোম্পানিতে কর্মরত। আমি একটা বাচ্চার প্রয়োজন ছিল এবং সেই আবেদন করেছিলাম।তাতে আজকে আমি সোমকে পেয়েছি।সোমকে আমি পড়াশোনা সহ যাবতীয় শিশুদের পাঠক্রম যা দরকার আমি দেব এবং ওকে বড় করতে বড় ভূমিকা নেব আমি। সোম বড় হয়ে যা হতে চাই তাতেই আমি মা হয়ে পাশে থাকব আমি।