মেদিনীপুর শহরে ঌ নম্বর ওয়ার্ডের রামকৃষ্ণ নগরের এক বাড়িতে হঠাৎ করেই আগুন!

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী :  ২৩শে মে  শুক্রবার সন্ধ্যা ৭ টা নাগাদ মেদিনীপুর শহরে ঌ নম্বর ওয়ার্ডের রামকৃষ্ণ নগর এলাকায় তরুণ রায় নামে এক ব্যক্তির বাড়িতে হঠাৎ করেই আগুন লেগে যায়, সেই সময় বাড়িতে কেউ ছিল না, বাড়ির মহিলারা সন্ধ্যার সময় ঠাকুর ঘরে সন্ধ্যা প্রদীপ দিয়ে বাড়ির বাইরের হাঁটতে বেরিয়ে ছিলেন। আগুন লাগার খবর পেয়ে ছুটে আসেন এলাকাবাসীরা, সাথে সাথে শুরু হয় আগুন নেভানোর কাজ। ঘটনাস্থলে ছুটে আছেন কাউন্সিলার সৌরভ বসু। দমকলে খবর দেয়। দমকল আসার আগে এলাকাবাসী আগুন নেভানোর জন্য নেমে পড়ে, ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন আয়ত্তে আনেন,বিদ্যুৎ দপ্তরের কর্মীরা এসে বাড়ির বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে দেয়।এই ঘটনায় কেউ হতাহত না হলেও বাড়ির অধিকাংশ জিনিসপত্র আসবাবপত্র গুরুত্বপূর্ণ নথি পড়াশোনার বই খাতা সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে গেছে, প্রাথমিকভাবে দমকল কর্মীদের অনুমান ঠাকুর ঘরে যে সন্ধ্যা দেওয়া হয়েছিল সেই প্রদীপ থেকেই আগুন ছড়িয়েছে।