আধার কার্ড তৈরি ও সংশোধনের জন্য লাগাম ছাড়া টাকা নেওয়ার অভিযোগ!
নিজস্ব প্রতিবেদন : আধার কার্ড অন্যতম প্রয়োজনীয় একটি নথি। পরিচয়পত্র হিসেবে বা সরকারি কোনও প্রকল্পের সুবিধা পেতে অধিকাংশ ক্ষেত্রে বাধ্যতামূলক আধার। কিন্তু সেই আধার কার্ড তৈরির জন্য অত্যধিক টাকা নেওয়ার অভিযোগ গিয়ে তোলপাড় পশ্চিম বর্ধমান জেলা। পানাগড়ে বিএসএনএল অফিসের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে।আধার কার্ড সংশোধন বা তৈরি করতে গেলে দিতে হবে ৩০০ টাকা। নইলে তৈরি করা যাবে না এই গুরুত্বপূর্ণ নথি। এমনই অলিখিত নির্দেশ দিয়েছে পশ্চিম বর্ধমান জেলা পানাগড়ের BSNL অফিসে অবস্থিত একটি বেসরকারি সংস্থার আধিকারিকরা। আধার কার্ড তৈরির জন্য অতিরিক্ত টাকা চাওয়ার ঘটনায় উত্তেজনার সৃষ্টি হয় পানাগড়ের দার্জিলিং মোড় সংলগ্ন এই বিএসএনএল কার্যালয়ের ভিতরে।বৃহস্পতিবার সকাল থেকে অনেক মানুষ এখানে আধার কার্ড তৈরি ও সংশোধনের জন্য আসেন। তাঁদের থেকে ৩০০ টাকা করে চাওয়া হয় বলে অভিযোগ। এরপর সেখানে উপস্থিত গ্রাহকরা উত্তেজিত হয়ে মারমুখি হয়ে ওঠেন। জনতার হাত থেকে বাঁচতে পাঁচিল টপকে এলাকার এক ব্যক্তির বাড়িতে গিয়ে আশ্রয় নেন বেসরকারি সংস্থার এক আধিকারিক। উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা থানার পুলিশ। কাঁকসা থানার পুলিশ ওই আধিকারিককে উদ্ধার করে ফের ওই আধিকারিককে উদ্ধার করে দফতরে নিয়ে আসে। আধার তৈরির জন্য অতিরিক্ত টাকা নেওয়া যাবে না বলে নির্দেশ দেন কাঁকসা থানার আধিকারিকরা।