আইআইটি খড়গপুরের ডিরেক্টর দায়িত্বে অধ্যাপক অমিত পাত্র!
নিজস্ব সংবাদাতা : রাজ্যে খড়গপুর আইআইটি-র ডিরেক্টর হিসেবে অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করলেন অধ্যাপক অমিত পাত্র ৷ বর্তমানে তিনি উত্তরপ্রদেশের বারাণসীতে অবস্থিত ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি-র (আইআইটি) ডিরেক্টর ৷ নিয়ম মেনে অন্য কেউ খড়গপুর আইআইটি-র ডিরেক্টর পদে নিযুক্ত না হওয়া অথবা পরবর্তী নির্দেশ না-আসা পর্যন্ত অধ্যাপক অমিত পাত্র এখানে ডিরেক্টর পদের দায়িত্বভার সামলাবেন৷ হস্তান্তরের আগে খড়গপুর আইআইটি'র বিদায়ী ডিরেক্টর ভিকে তিওয়ারির ভূয়সী প্রশংসা করে আইআইটি কর্তৃপক্ষ ৷ তিনি আইআইটি'র কৃষি ও খাদ্য প্রকৌশলী বিভাগের অধ্যাপক ছিলেন ৷ মঙ্গলবার প্রতিষ্ঠানের বোর্ড রুমে ডেপুটি ডিরেক্টর অধ্যাপক রিন্টু বন্দ্যোপাধ্যায়, রেজিস্ট্রার অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন অমিত জৈন এবং আইআইটি খড়গপুরের অন্য উচ্চপদস্থ আধিকারিক, এবং কর্মীদের উপস্থিতিতে ডিরেক্টর পদের দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয় ৷