আজ "বিশ্ব এইডস দিবস" পালিত হল মাতঙ্গিনী গভর্মেন্ট নার্সিং কলেজে!
পূর্ব মেদিনীপুর জয়দেব বেরা : বিশ্ব এইডস দিবস হল একটি আন্তর্জাতিক দিবস। ১৯৮৮ সাল থেকে প্রতি বছর ১লা ডিসেম্বর এই দিনটিকে বেছে নেওয়া হয়েছে।HIV সংক্রমণের জন্য এইডস মহামারী ছড়িয়ে পড়ার বিরুদ্ধে গণসচেতনতা বৃদ্ধি করতে এবং যারা এই রোগে মারা গেছেন তাদের প্রতি শোক পালন করতে এই দিনটিকে বেছে নেওয়া হয়েছে। এই দিনটিতে সরকারি ও স্বাস্থ্য আধিকারিকগণ, বেসরকারি সংস্থাগুলি(NGO) এবং বিশ্বের বিভিন্ন অন্যান্য সরকারি-বেসরকারি সংস্থা, ক্লাব সহ শিক্ষা প্রতিষ্ঠান গুলো এই এইডসকে প্রতিরোধ এবং নিয়ন্ত্রণ করতে ও সকলকে সচেতন করতে এই দিনটিকে পালন করে থাকে।কারণ এই রোগের জন্য সচেতনতা খুব গুরুত্বপূর্ণ।এই রোগ নিয়ে মানুষদের মধ্যে অনেক ভ্রান্ত ধারণা,ঘৃণা,অবহেলা প্রভৃতি রয়েছে।তাই এই বিষয় গুলোকে দূরীকরণের জন্যও আজকের এই দিনটিকে পালন করা হয়ে থাকে।খবর সূত্রে জানা যায়, আজকে সচেতন মূলক ক্যাম্প,র্যালি ও সেমিনারের মাধ্যমে "বিশ্ব এইডস দিবস" পালিত হয় পূর্ব মেদিনীপুর জেলার তমলুক এর মাতঙ্গিনী গভর্মেন্ট নার্সিং কলেজে(তাম্রলিপ্ত গভর্মেন্ট মেডিক্যাল কলেজ এন্ড হসপিটাল,তমলুক)।এই নার্সিং কলেজের সম্মানীয় প্রিন্সিপাল মাননীয়া,ড.অপর্ণা রায় মহাশয়া জানান যে, "আমরা এইভাবে সর্বদা সমাজ ও স্বাস্থ্য সচেতনমূলক দিবস গুলোকে আমাদের কলেজ ক্যাম্পাসে পালন করে থাকি।আজকের দিনটি আমাদের সবার কাছে খুব গুরুত্বপূর্ণ।" এবং এই কলেজের অধ্যাপিকা ম্যাডাম মাননীয়া স্মৃতি পাল মহাশয়া জানান যে , "আমাদের কলেজে আমরা সমস্ত ছাত্রীদের ও শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে এইভাবে নানান স্বাস্থ্য ও সচেতন মূলক দিবস এবং বিভিন্ন ক্যাম্প এর আয়োজন করে থাকি।"