আজ সকালে কলকাতায় এলেন অভিনেতা বলিউডের টাইগার সালমান খান!
নিজস্ব প্রতিবেদন : আজ থেকে শহরে বসবে 'সিনেমার মেলা'। প্রত্যেক বছরের মতো কলকাতায় শুরু হচ্ছে ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। আর তারই উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে কলকাতায় হাজির হলেন অভিনেতা বলিউডের টাইগার সালমান খান। ৬টা ৪৫ নাগাদ কলকাতা বিমানবন্দরে নামেন সলমন খান।ফ্যানেদের দিকে তাকিয়ে হাত নাড়লেন, নমস্কার করলেন সলমন। ভাইজানের জন্য বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থাও ছিল বেশ কড়া।