"আমি খারাপটাই দেখি" -- মধুবন চক্রবর্ত্তী!

আমি ওর ভালটা দেখতে পাইনা
খারাপগুলোই দেখি বেশী করে
লোকে বলে
ও নাকি রাজনীতি ভালো বোঝে!!
আমি তো বুঝি বোঝাপড়া
আমপোড়া সরবতের মত, বেশ লাগে
গ্রীষ্মের দুপুরে একফালি ঝর্না যেন
রাজার মত বেশ চাইনি তো
মন চেয়েছিলাম
আমি ওর ভালটা দেখি না
খারাপটাই বুঝি
দেখি কূটনীতি, রণনীতি,
ছলনার পর ছলনা
ছলছল চোখে দেখি
শুধু দেখি সিনেমার মতো
মনখারাপ হলে ' ও ' বলে
খারাপ দেখতে দেখতে
আমি নাকি দৃশ্য দূষণের কবলে
আমি কি শুধু ওর খারাপটাই দেখি?
আমার নাকি দেখার চোখ নেই!
তবু একবার চোখের দেখা দেখব বলে ভবঘুরের মত ঘুরেছি
এ প্রান্ত থেকে ও প্রান্তে
তুমি কি তোমার চোখ দিয়ে
ভালো করে দেখেছ
ভালোবাসাকে.....