নবান্ন অভিযানে পুলিশের লাঠিচার্জে জখম অভয়ার মা!
নিজস্ব সংবাদদাতা: নবান্ন অভিযানের মিছিলে পুলিশের লাঠিচার্জে অসুস্থ হয়ে পড়লেন আরজি করের অভয়ার মা । রেসকোর্সের পাশ দিয়ে এগোনোর সময় অভয়ার মা-বাবাকে আটকে দেয় পুলিশ। ব্যারিকেডে মুড়ে দেওয়া হয়েছিল এলাকা। এরপর সেখানেই অবস্থানে বসে পড়েন তাঁরা। অভিযোগ, আন্দোলনকারীদের একাধিকজন ও অভয়ার মা আহত হয়েছেন পুলিশের মারে। এদিকে পুলিশের দাবি, তারাও আহত হয়েছেন।
অন্যদিকে, পুলিশের বিরুদ্ধেই গুরুতর অভিযোগ তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, অভিযানে শান্তিপূর্ণভাবে অংশ নেওয়া সত্ত্বেও পুলিশ লাঠিচার্জ চালিয়েছে। এমনকি, আরজি কর মেডিক্যাল কলেজের নিহত চিকিৎসক ছাত্রীর মা–বাবাকেও মারধর করা হয়েছে। এদিকে পুলিশের দাবি, গোটা দিনের এই উত্তেজনায় আহত হয়েছেন মোট পাঁচজন পুলিশ কর্মী। যাদের মধ্য়ে ২ জনকে হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও, ৩ জন এখনও একটি হাসপাতালেই চিকিৎসারত রয়েছেন। একজন পুলিশের আবার চোখে আঘাত বলেও খবর।