ঘাটালে প্রার্থী দেবকে পাশে নিয়ে বিস্ফোরক দাবি করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়!
পশ্চিম মেদিনীপুর নিজস্ব সংবাদদাতা : ৭ই এপ্রিল রবিবার ঘাটালে প্রার্থী দেবকে নিয়ে রোড শো করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।সেখানেই তিনি বলেন, ‘বিজেপি এখানে কাকে দাঁড় করিয়েছে। আমার দফতরে এসেছিলেন ছয় মাস আগে বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। তৃণমূলের ঢোকার জন্য। ঘাটাল মাস্টার প্ল্যানকে সামনে রেখেই এবার দেব-এর উপরেই ভরসা রেখেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বিরুদ্ধে পাল্টা বিজেপি তারকা প্রার্থী হিরণকে দাঁড় করিয়েছে বিজেপি। এবার হিরণ চট্টোপাধ্যায় বলেন তৃণমূল কংগ্রেস যোগদান করতে যাননি তিনি। তবে তার জবাবে এদিন অভিষেক বলেন, ‘উনি বলেছিলেন আমি তৃণমূলে যোগদান করতে যায়নি। আমি আবার বলব, সংবাদ মাধ্যমের সামনে সেটা আরেকবার বলুক। আমি সিসিটিভি ফুটেজটা ছাড়বো। কত ধানে কত চাল, সেটা বোঝা যাবে।’