অপারেশন সিঁদুর নিয়ে, দেশের হয়ে কথা বলবেন বিদেশে অভিষেক ব্যানার্জি!
নিজস্ব সংবাদদাতা : অপারেশন সিঁদুর নিয়ে এবার বিশ্বের দরবারে ভারত। এজন্য সাতজনের একটি করে দল গঠন করা হয়েছে। এই সাতজন সাংসদ অপারেশন সিঁদুর কেন জরুরি ছিল তা বিভিন্ন দেশকে গিয়ে বোঝাবেন। সাত জনের নেতৃত্বাধীন দলে থাকবেন আরও একাধিক নেতা, বিশিষ্ট জনেরা। মোট ৫৯জন, ৩২ দেশে গিয়ে জানাবেন ভারতের অবস্থান, অপারেশন সিঁদুর প্রসঙ্গে। সূত্রের খবর, মঙ্গলবার সকালে কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু ফোন করেন মুখ্যমন্ত্রী। দু’জনের মধ্যে চলে দীর্ঘ আলোচনা। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, এই আলোচনার পরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম চূড়ান্ত হয় তৃণমূলের প্রতিনিধি হিসেবে।