দশম ব্যাটার হিসেবে আন্তর্জাতিক T20-তে সেঞ্চুরি,রোহিত শর্মার পর কি অভিষেক শর্মা?

নিজস্ব সংবাদদাতা : দীর্ঘ ১৭ বছর পর টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত। ২০০৭ সালে উদ্বোধনী বিশ্বকাপে মহেন্দ্র সিং ধোনির দলের তরুণ সদস্য ছিলেন রোহিত। দ্বিতীয় বার T20-তে বিশ্ব চ্যাম্পিয়ন রোহিত শর্মার নেতৃত্বেই। ভারতীয় ক্রিকেট প্রেমীদের উচ্ছ্বাসের মাঝে ছিল বিষাদেরও সুর। বিরাট কোহলি ,অধিনায়ক রোহিত শর্মা ও পরদিন অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা ঘোষণা করেন টি-টোয়েন্টি ফরম্যাটে আর দেশের হয়ে খেলবেন না। তারই মাঝে বড় স্বপ্ন দেখতে শুরু করেছে ভারতীয় ক্রিকেট নতুন শর্মাকে নিয়ে। IPL ভালো খেলার ফলে জিম্বাবোয়ে সফরেই প্রথম বার জাতীয় দলে ডাক পায় অভিষেক শর্মা । ক্যাপ্টেন শুভমন গিল ,ঘোষণা করেন তাঁর ওপেনিং সঙ্গী হবেন অভিষেক শর্মা। যদিও জিম্বাবোয়ের বিরুদ্ধে অভিষেক ম্যাচে শূন্য করেন। তবে দ্বিতীয় T20-তেই সেঞ্চুরি হাঁকিয়েছেন অভিষেক শর্মা। জিম্বাবোয়ের বিরুদ্ধে মাত্র ৪৬ বলে সেঞ্চুরি করেন। ভারতের দশম ব্যাটার হিসেবে আন্তর্জাতিক T20-তে সেঞ্চুরি । রবিবার ম্যাচ শেষে অভিষেক বলেন, ‘আজ আমি শুভমন গিলের ব্যাট নিয়ে খেলেছি। সুতরাং, ওকেও ধন্যবাদ জানাতে হয়। অনূর্ধ্ব ১২ ক্রিকেট থেকেই এমনটা অনেকবার হয়েছে। যখনই কোনও ম্যাচে চাপে থাকি, মানে এমন পরিস্থিতি যে আমাকে পারফর্ম করতেই হবে। যেমন আজ ছিলাম, ওর থেকে ব্যাট চাই। এমনকি IPL-ও অনেকবার ওর থেকে ব্যাট নিয়ে খেলেছি। আজ ওর ব্যাট দিয়েই সেঞ্চুরি।’ তাহলে কি রোহিত শর্মার পর অভিষেক শর্মা?