অবশেষে চালু হলো কিষাণ মান্ডিতে ওজন করা কাঁটামেশিন খুশি জয়পুর ব্লকের কৃষকেরা

সংবাদ মাধ্যমের খবরের জেরে অবশেষে চালু হলো কিষাণ মান্ডিতে ওজন করা কাঁটামেশিন খুশি জয়পুর ব্লকের কৃষকেরা। দীর্ঘ কয়েক বছর ধরে বেসরকারি জায়গায় ওজন করে ধান দিতে আসছিলেন কৃষকেরা। পকেট থেকে বেশ ভালই মোটা অংকের টাকা খরচা করে ধান দিতে হতো জয়পুর কিষাণমন্ডিতে। এবার থেকে বিনামূল্যে কাটা মেশিনে ওজন করাতে পেরে খুশি এলাকার সকল কৃষকেরা তারা ধন্যবাদ জানাই সকল সংবাদ মাধ্যম দের ।তবে এখানে প্রশাসনের ভূমিকাও অনেকটাই অপরিসীম। তারা যে কৃষকেরদের জন্য ভেবেছে এটাই অনেক পাওনা কৃষকদের। এবার পেটের ভাত মরে গেল বেসরকারি কাটা মেশিনের মালিকদের, এবার কি হবে বেসরকারি কাটা মেশিন মালিক দের, প্রতিদিন হাজার হাজার টাকা রোজগার হতো সে রোজগার একেবারেই মরে গেল বলে মনে করছেন বুদ্ধিজীবী মহল। বাঁকুড়ার জয়পুর থেকে রঞ্জিত কুন্ডুর রিপোর্ট