পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর-বালেশ্বর ৬০ নম্বর জাতীয় সড়কের কলকাতাগামী বাস উল্টে অন্তত ১৫ জন!

পশ্চিম মেদিনীপুর নিজস্ব সংবাদদাতা : শনিবার ভোরে দুর্ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর-বালেশ্বর ৬০ নম্বর জাতীয় সড়কের নারায়ণগড় থানার হাঁদলা রাজগড় এলাকায়।ওড়িশার ভুবনেশ্বর থেকে একটি যাত্রীবোঝাই বাস কলকাতার দিকে যাওয়ার সময় হাঁদলা রাজগড়ের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের উপরেই উল্টে যায়। দুর্ঘটনায় আহত হন বেশ কয়েক জন যাত্রী। খবর পেয়ে প্রায় সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যায় নারায়ণগড় থানার পুলিশ এবং জাতীয় সড়ক কর্তৃপক্ষের লোকজন।আহতদের উদ্ধার করে প্রথমে মকরামপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। কিন্তু সেখানে ছয় যাত্রীর শারীরিক পরিস্থিতি দেখে চিকিৎসকেরা তাঁদের মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ওই বাসের এক যাত্রী সুবল জানা বলেন, ‘‘মাঝরাতে আমরা সবাই বাসের মধ্যে ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ ভোরের দিকে বাসটা দুলতে শুরু করে। কিছু বুঝে ওঠার আগে জাতীয় সড়কের উপর উল্টে যায়। দুর্ঘটনায় আহত হয়েছেন অনেকে।